Bangladeshi Arrested:মুর্শিদাবাদে ফের অবৈধ অনুপ্রবেশ । মুর্শিদাবাদের রানীতলা থানায় Ranitala PS গ্রেফতার ৪ বাংলাদেশের Bangladesh নাগরিক।
Bangladeshi Arrested সোমবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে শিবনগর ঘাট এলাকা থেকে চার বাংলাদেশের নাগরিককে আটক করে রানীতলা থানার পুলিশ।
Bangladeshi Arrested ধৃতদের নাম আলআমিন সেখ (২৯), সাব্বির হোসেন (২১), মামন আলি (১৯), মহম্মদ বিপ্লব (২৭)। সকলেই রাজশাহী জেলার বাসিন্দা। পুলিশ জানতে পারে ধৃতদের কাছে ভারতে আসার ও থাকার কোন বৈধ কাগজ নেই । দায়ের হয়েছে মামলা। ধৃতদের ৫ দিনের পুলিশ হেফাজত চেয়ে পেশ করা হবে লালবাগ আদালতে। সীমান্ত পেড়িয়ে কেন অবৈধভাবে এসেছিল ওই বাংলাদেশের নাগরিকরা ? তদন্ত করে দেখবে পুলিশ।
এর আগে ৩১ জুলাই মুর্শিদাবাদে রানীনগর থানার কাতলামারী ২ গ্রাম পঞ্চায়েতের ইউসুফের বটতলা এলাকায় তল্লাশি চালায় পুলিশ। সেখান থেকেই অবৈধভাবে অনুপ্রবেশকারী ৬ বাংলাদেশী নাগরিককে গ্রেফতার করা হয়। তাঁদের সহযোগী সন্দেহে রানীনগর থানার রাধাগোবিন্দপুরের বাসিন্দা আজরাইল সেখ নামের এক ভারতীয় নাগরিককেও গ্রেফতার করা হয়।