Bangladeshi Arrested দুর্গা পুজোর মাঝেই মুর্শিদাবাদের সীমান্ত এলাকায় গ্রেপ্তার দুই বাংলাদেশী অনুপ্রবেশকারী। ধৃতদের কাছে ছিল না কোন বৈধ কাগজপত্র। পুলিশ সূত্রে জানা গিয়েছে গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার রানীনগর থানার RANINAGAR PS পুলিশ রাণীনগরের কাতলামারী ২ গ্রাম পঞ্চায়েতের Katlamari-ii Gram Panchayat ইউসুফের বটতলা এলাকায় দুজনকে সন্দেহজনক অবস্থায় ঘোরাঘুরি করতে দেখা যায়।
Bangladeshi Arrested তাঁদের আটক করে জিজ্ঞাসাবাদ করতেই তারা জানায় তারা বাংলাদেশী। দুজনের কাছে ভারতে থাকার কোন বৈধ কাগজপত্র না থাকায় তাঁদের গ্রেপ্তার করে পুলিশ। ধৃত মহম্মদ শাহ্ আলম বাংলাদেশের চাপাইনবাবগঞ্জ Chapainawabganj District ও ইসমাইল হোসেন রাজশাহীর বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। কি কারনে সীমান্ত এলাকায় দুজন ঘোরাঘুরি করছিল তা ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। কিভাবে সীমান্ত পেড়িয়ে ভারতে ঢুকছিল ঐ দুইজন তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। এদিনই দুই বাংলাদেশীকে লালবাগ কোর্টে পাঠায় পুলিশ।
এর আগে ২৫ আগস্ট শিবনগর ঘাট এলাকা থেকে চার বাংলাদেশের নাগরিককে আটক করে রানীতলা থানার পুলিশ। ধৃতদের নাম ছিল আলআমিন সেখ (২৯), সাব্বির হোসেন (২১), মামন আলি (১৯), মহম্মদ বিপ্লব (২৭)। সকলেই রাজশাহী জেলার বাসিন্দা। ২০২৫ এরই ৩১ জুলাই মুর্শিদাবাদে রানীনগর থানার কাতলামারী ২ গ্রাম পঞ্চায়েতের ইউসুফের বটতলা এলাকায় তল্লাশি চালায় পুলিশ। সেখান থেকেই অবৈধভাবে অনুপ্রবেশকারী ৬ বাংলাদেশী নাগরিককে গ্রেফতার করা হয়। তাঁদের সহযোগী সন্দেহে রানীনগর থানার রাধাগোবিন্দপুরের বাসিন্দা আজরাইল সেখ নামের এক ভারতীয় নাগরিককেও গ্রেফতার করা হয়।