Bangladeshi arrest ভারত- বাংলাদেশ সীমান্ত দিয়ে মুর্শিদাবাদে প্রবেশ! মঙ্গলবার রাতে সুতি থানার ছাবঘাটি এলাকা থেকে গ্রেপ্তার করা হল এক বাংলাদেশীকে।
Bangladeshi arrest কোথা থেকে গ্রেপ্তার করা হয় বাংলাদেশী যুবককে?
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত রাতে ছাবঘাটি এলাকায় সন্দেহজনক অবস্থায় ঘোরাঘুরি করছিল ঐ যুবক। পুলিশি টহলদারিতে সন্দেহভাজন যুবকের গতিবিধি নজরে আসতেই তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু হয়। কথাবার্তায় অসঙ্গতি পেয়ে হাতেনাতে গ্রেপ্তার করা হয় বাংলাদেশীকে।
Bangladeshi arrest ধৃতের নাম মহম্মদ মেহেদি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত যুবক বাংলাদেশের চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানা এলাকার বাসিন্দা।
Bangladeshi arrest সুতিতে গ্রেপ্তার বাংলাদেশী যুবক প্রশ্নে সীমান্ত নিরাপত্তা
কবে কীভাবে ভারতে ঢুকেছিল সে? উদ্দ্যেশ্য কী ছিল? তা ধৃতকে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। বুধবার ধৃত বাংলাদেশী যুবককে জঙ্গিপুর মহকুমা আদালতে তোলে সুতি থানার পুলিশ।