Bangladeshi Arrest: মুর্শিদাবাদে বাংলাদেশি গ্রেফতার, তরজায় কংগ্রেস, বিজেপি, তৃণমূল

Published By: Pabitra Tribedi | Published On:

Bangladeshi Arrest ভোট রাজনীতিতেই বর্ডার ক্রস! তরজা তুঙ্গে

নিজস্ব প্রতিবেদনঃ Bangladeshi Arrest সীমান্ত টপকে ওপার থেকে এপারে! কীভাবে চলছে  বর্ডার ক্রস? রানিনগর থেকে ডোমকল, এক রাতে মুর্শিদাবাদে (Murshidabad) ৬ বাংলাদেশি (Bangladesh) গ্রেফতারের পর আবার এই প্রশ্নই মাথাচাড়া দিচ্ছে! প্রশ্ন উঠছে সীমান্তে নজরদারি নিয়েও। একাধিক বাংলাদেশি গ্রেফতার নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজাও। কংগ্রেসের অভিযোগ- পশ্চিমবঙ্গের মতো স্লিপার সেল বাংলাদেশিদের পক্ষে ভারতে আর নেই। কীসের ইঙ্গিত?

Bangladeshi Arrest মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের মুখপাত্র জয়ন্ত দাস তৃনমূলকে কটাক্ষ করে বলেন, ওরা বাংলাদেশেরও নাগরিক। ভারতেরও নাগরিক। এবার আসল কাজটা উনারা করবেন। এতো কাজ যখন করে দেবেন আপনাকেই ভোট দেবেন ওরা। পশ্চিমবঙ্গে এরকম বহু বাংলাদেশি পাওয়া যাবে। তিনি বলেন, আরও নিরাপত্তা বাড়ানো উচিত। আরও নজরদারি বাড়ানো উচিত। আরও বাংলাদেশি ধরা পড়বে।

Bangladeshi Arrest আরও পড়ুনঃ Bangladeshi Arrested মুর্শিদাবাদে ১ রাতে গ্রেফতার বাংলাদেশের ৬ ! কী করছিল সীমান্ত টপকে ?

Bangladeshi Arrest থেমে নেই বিজেপিও। ভোটের আশায় জাল নথি তৈরি করছে তৃনমূল! বাংলাদেশী গ্রেফতার ইস্যুতে তৃণমূলের বিরুদ্ধে সুর চড়িয়েছে গেরুয়া শিবির। বহরমপুরের বিধায়ক সুব্রত মৈত্র বলেন, জালি সব। নথি তৈরি করে দিয়ে তাদেরকে শুধু ভোট নেওয়ার জন্যে এইসব অঞ্চলগুলিতে অনুপ্রবেশ করে জনবিন্যাস নষ্ট করার চেষ্টা চলেছে। এসআইআর হলে সঠিকভাবে ধরা পড়বে। যদিও বিরোধীদের অভিযোগ উড়িয়েছে শাসক তৃণমূল। সীমান্তে নজরদারি নিয়ে পাল্টা কেন্দ্রের দিকেই তোপ দেগেছেন বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা তৃণমূল চেয়ারম্যান তথা হরিহরপাড়ার বিধায়ক নিয়ামত সেখ। তিনি বলেন, নজরদারি আছে বলে ধরতে পেরেছেন। কিন্তু আসছে কোথা থেকে বাংলাদেশ থেকে। বর্ডারের দায়িত্ব কেন্দ্রের। বিএসএফ তো রাজ্যের নয়। কেন্দ্রকে বলুক বিজেপি নেতারা। এসআইআর নিয়ে একদিকে সরগরম বঙ্গ রাজনীতি। এর মাঝেই মুর্শিদাবাদে বাংলাদেশি গ্রেফতারির ঘটনা অব্যাহত। সব নিয়েই রাজনীতির পারদ তুঙ্গে।

See also  Bangladesh News: পুজোয় পদ্মার ইলিশ উপহার বাংলাদেশের