এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Bangladeshi Arrest ফের ৭ বাংলাদেশি গ্রেফতার মুর্শিদাবাদে! কী উদ্যেশ্যে অনুপ্রবেশ! পুলিশের জালে এদেশের ৩

Published on: February 7, 2025
Bangladeshi Arrest

Bangladeshi Arrest ফের মুর্শিদাবাদের ভারত- বাংলাদেশ সীমান্ত থেকে গ্রেফতার একাধিক বাংলাদেশি নাগরিক। জলঙ্গিতে ৭ জনকে গ্রেফতার করে বিএসএফ। ৭ বাংলাদেশিকে সীমান্ত পারাপারে সহায়তার অভিযোগে গ্রেফতার করা হয়েছে তিন ভারতীয়কেও। জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে জলঙ্গির বর্ডার আউট পোস্টে বেশ কয়েকজনকে ঘোরাঘুরি করতে দেখে বিএসএফ এর ১৪৬ নম্বর সীমান্ত চৌকির জওয়ানরা। ধাওয়া করে ১০ জনকে ধরা হয়। ৭ মাস আগে ভারতে অনুপ্রবেশ করেছিল ৭ বাংলাদেশি। এমনই তথ্য পেয়েছে বিএসএফ। এরপরই তাদের সকলকে জলঙ্গি থানার হাতে তুলে দেওয়া হয়।

Bangladeshi Arrest ধৃত বাংলাদেশিরা হলেন স্বপন আলী, হামিদুল, মহম্মদ রনি আহমেদ, মহম্মদ লিটন হোসেন, মহম্মদ রতন আলী, মহম্মদ মহাবুল মন্ডল এবং জালাল বিশ্বাস। এরা সকলেই কুষ্টিয়া জেলার বাসিন্দা বলে জানা গিয়েছে। তিন ভারতীয় হলেন মিলন মন্ডল, জীবন মন্ডল এবং সিরাজ বিশ্বাস।

Bangladeshi Arrest পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ৭ বাংলাদেশি ৭ মাস আগে পাসপোর্ট ছাড়াই বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছিল, ভিন রাজ্যে কাজ করছিল। তিন দালালের মারফত তারা সীমান্ত পার হতে জলঙ্গিতে এসেছিল। এরপরেই বিএসএফ এর হাতে। শনিবার ১০ জনকে বহরমপুরে সিজেএম আদালতে তোলা হয়।

Bangladeshi Arrest সরকারি আইনজীবী বিশ্বপতি সরকার জানান, ‘ জলঙ্গী থানা থেকে ১০ জনকে ধরে আনা হয়। ৭ জন বাংলাদেশী ৩ জন ভারতীয়। ৩ জন ভারতীয় এবং ১ জন বাংলাদেশীকে পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় আদালত। বাকি ৬ জনের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়।’

Bangladeshi Arrest মুর্শিদাবাদ থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেফতার হওয়ার ঘটনা নতুন নয়। পড়শি দেশের পরিস্থিতি বেগতিক হওয়ার পর থেকেই একাধিকবার বহু বাংলাদেশি আটক হয়েছে সীমান্তে। কী উদ্দ্যেশ্যে ভারতে? অনুপ্রবেশকারীদের হেফাজতে নিয়ে তদন্তে মুর্শিদাবাদ পুলিশ।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now