Bangladesh News নিজস্ব প্রতিনিধিঃ নিখোঁজ হয়ে পড়া ভারতীয় যুবককে অবশেষে ফেরানো হল বাড়ি । দীর্ঘ প্রক্রিয়া ও আন্তঃদেশীয় সহযোগিতার মাধ্যমে বাংলাদেশ থেকে ফেরানো হয়েছে মুর্শিদাবাদের দৌলতাবাদ থানার কলাডাঙা নওদাপাড়া এলাকার বাসিন্দা মোহাম্মদ হাসানুজ্জামান আলীকে।
পরিবার সূত্রে জানা গিয়েছে, গত ১৭ ফেব্রুয়ারি ২০২৪ সালে তিনি হরিহরপাড়ায় শ্বশুরবাড়ি যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। তারপর থেকেই নিখোঁজ ছিলেন ওই যুবক। পরিবারের তরফে দৌলতাবাদ থানায় নিখোঁজ ডায়েরি দায়ের করা হয়। জানা গিয়েছে, তিনি মানসিকভাবে কিছুটা ভারসাম্যহীন ছিলেন।
Bangladesh News দীর্ঘদিন কোনও খোঁজ না পাওয়ার পর গত ১৩ জুলাই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পরিবারের সদস্যরা জানতে পারেন, হাসানুজ্জামান বর্তমানে বাংলাদেশে রয়েছেন। কীভাবে তিনি সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পৌঁছে গেলেন, তা এখনও স্পষ্ট নয়। তবে খবর পাওয়ার পরই পরিবারের তরফে প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হয়, এবং দ্রুত তাকে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়।
Bangladesh News অবশেষে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) রবিবার হারুডাঙা বিওপি সীমান্ত দিয়ে ৭৩ নম্বর বিএসএফ ব্যাটালিয়নের হাতে ওই যুবককে হস্তান্তর করে। সেখান থেকে তাঁকে রানীনগর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়, এবং পরে দৌলতাবাদ থানার মাধ্যমে পরিবারের হাতে ফিরিয়ে দেওয়া হয় হাসানুজ্জামানকে।
Bangladesh News ঘরের ছেলেকে ফিরে পেয়ে স্বস্তিতে তাঁর পরিবার। পুলিশের দ্রুত পদক্ষেপ ও বিএসএফ-বিজিবির সমন্বিত প্রচেষ্টায় এই সফল প্রত্যাবর্তনে খুশি গ্রামবাসীরাও।