Bangladesh News: বাংলাদেশ থেকে ফিরল বহরমপুরের পড়ুয়া

Published By: Imagine Desk | Published On:

Bangladesh News কোটা আন্দোলনে অস্থির পরিস্থিতিতে বাংলাদেশে আটকে পড়েছিলেন বহরমপুর থানার নওদাপানুর গ্রাম পঞ্চায়েতের সলুয়াডাঙার বাসিন্দা সাহিল আহম্মেদ। গত বৃহস্পতিবার বাড়ি ফিরেছে ওই ডাক্তারি পড়ুয়া। সাহিল আহম্মেদ বাংলাদেশে ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজের ফাইনাল ইয়ারের ছাত্র। বাড়ি ফিরে স্বস্তি ফিরলেও এখনও আতঙ্ক কাটেনি তার।

ডাক্তারি পড়ুয়া সাহিল আহম্মেদ তিনি জানান, “চোখের সামনে সমস্ত পরিস্থিতি পাল্টে গেল। গুলি চলছে, লাঠি চার্জ আরও কত কিছু। তার মাঝে আমরা আটকে”।

গত বৃহস্পতিবার বাংলাদেশ থেকে বিমানে কলকাতায় ফেরে ওই পড়ুয়া। এরপর বাড়িতে ফেরে। ছেলে বাংলাদেশে আটকে থাকায় আতঙ্কে দিন কাটছিল পরিবারের। তবে ঘরের ছেলে ফিরে আশায় আতঙ্ক কেটেছে পরিবারে। কোটা আন্দোলনের জেরে এখনও বাংলাদেশের পরিস্থিতি থমথমে। তবে পরিস্থিতি স্বাভাবিক হলে আবার বাংলাদেশ ফিরতে চাই ওই পড়ুয়া।