Bangladesh Ilish রবিবার বহরমপুরে বাংলাদেশের ইলিশ ছুঁল ২ হাজার !

Published By: Imagine Desk | Published On:

Bangladesh Ilish  পুজোর আগে মুর্শিদাবাদেও  বাঙালীর পাতে বাংলাদেশের Bangladesh  রূপালী   শস্য ।  দীর্ঘ প্রতীক্ষার পর পুজোর আগে ভোজনপ্রিয়রা স্বাদ পাচ্ছেন বাংলাদেশের ইলিশের। তবে বহরমপুরে Berhampore  রবিবারের বাজারেই ইলিশের পাইকারি দর ১৮০০ থেকে ১৯০০ টাকা কেজি। যা বাজারে বিক্রি হচ্ছে ২০০০ থেকে ২২০০ টাকা কেজি দরে। আর ইলিশের ওজন মেরেকেটে ১ কেজি থেকে ১ কেজি ২০০ বা ৩০০। চাহিদা তুঙ্গে থাকায় খুশি ব্যবসায়ীরা। মাছ ব্যবসায়ী সুনীল হালদার জানান, রবিবার বাজার বেশ চাঙ্গা। বিক্রিও ভালো হচ্ছে।

Bangladesh Ilish   বাজারে বাংলাদেশের ইলিশ দেদার মিললেও দাম চড়া বলেই জানান মাছ ব্যবসায়ী স্বপন হালদার, সেন্টু  হালদাররা। পুজোর আগে বাজারে পদ্মার ইলিশ আসার খবরে স্বাভাবিকভাবে খুশির হাওয়া বয়েছিল ভোজন- প্রিয় বাঙালির মনে ৷ তবে ইলিশ কিনতে গিয়ে ছ্যাঁকা  লাগার জোগান মধ্যবিত্তের । ইলিশ কিনতে এসে বহরমপুরের বাসিন্দা কৌশিক দত্ত জানান, উৎসবের আগে ইলিশের সুযোগ ছাড়া যাচ্ছে না। পুজোর আগে বাজারে আরও বাংলাদেশের ইলিশ আসতে পারে তখন হয়তো দাম কিছুটা কমতেও পারে আশায় আছেন অনেকে।