অহিংসার ভাবনা নিয়ে কলকাতা থেকে বাংলাদেশ সাইকেল যাত্রা।

Published By: Madhyabanga News | Published On:

মধ্যবঙ্গ নিউজ ডেস্কঃ সব ধর্ম সমান এবং সব মানুষ সমান। এই মহৎ উদ্দেশ্যকে সামনে রেখেই ভারতের বিভিন্ন প্রান্ত থেকে ৬০ জন সাইকেল যাত্রীরা সাইকেল চালানো শুরু করেন কলকাতার গান্ধী আশ্রম থেকে এবং গন্তব্য বাংলাদেশের নোয়াখালী গান্ধী আশ্রম। গান্ধীজীর অহিংসার ভাবনাকে কীভাবে বর্তমান সমাজ এবং সমস্ত যুব সমাজের মাঝে ছড়িয়ে দেওয়া যায় সেই ভাবনাকে সামনে রেখে এগিয়ে চলা এই সাইকেল যাত্রীদের। ১০ বছর বয়স থেকে ৮০ বছর পর্যন্ত সমস্ত রকমের মানুষ যোগ দিয়েছেন এই র‍্যালিতে।

একটি স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে শুরু হয়েছে সাইকেল যাত্রা। কলকাতার গান্ধী আশ্রম থেকে শুরু হয়েছে এই র‍্যালি। আমরা সবাই ভাই ভাই, তাই হিংসা নয় সকলে একসাথে থাকার বার্তা ছড়িয়ে দিতে বিভিন্ন জায়গায় পথনাটিকা ও মানুষের সাথে জন সংযোগ করছেন সাইকেল যাত্রীরা। আগামী ২৯শে সেপ্টেম্বর বাংলাদেশের নোয়াখালী গান্ধী আশ্রমে গিয়ে শেষ হবে এই সাইকেল যাত্রা।