এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

BSB 2025 বাংলা শস্য বিমার ফর্ম দেওয়া শুরু, কারা পাবেন জেনে নিন

Published on: November 20, 2025
BSB 2025

BSB 2025 রবিশস্যের ক্ষতিপূরণে বাংলা শস্য বিমার ফর্ম দেওয়া শুরু। গত বছরের চেয়ে মুর্শিদাবাদ জেলায় এবার আরও বেশি কৃষককে শস্য বিমা দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এখন ব্লক স্তরে ফর্ম দেওয়া হচ্ছে। এরপর ব্লক স্তরে শস্য বিমার ফর্ম দেওয়া হবে। মোন্থা ঘূর্ণি ঝড়ের বৃষ্টিতে রবিশস্যের ফসলে ক্ষতি হয়ে থাকলে সেখানেও বিমায় ক্ষতিপূরণ পাওয়া যাবে। এর জন্যে কৃষকরা আবেদন করতে পারবেন। বিনামূল্যে ওই ফর্ম দেওয়া হচ্ছে। এর আগে জেলায় পাঁচ লক্ষ কৃষককে এই বিমার আওতায় আনা হয়েছিল। এবার তার থেকেও বেশি সংখ্যায় কৃষককে বিমার আওতায় আনার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ PM Kisan 21st Installment Update ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়ল ২০০০ টাকা? না এলে কী করবেন?

BSB 2025 সর্ষে, ভুট্টা, আলু, গম, ছোলা, ডালশস্যের ক্ষতির জন্যে আবেদন করা যাবে। জেলা কৃষি উপ অধিকর্তা উৎপল মণ্ডল বৃহস্পতিবার জানান, প্রতিটি পঞ্চায়েত স্তরে শিবির করা হবে। সেখানে কোনও নির্দিষ্ট দিন হবে। তবে ব্লকে প্রতিদিন আবেদন করা যাবে। এমনকী কোথাও বেশি সংখ্যায় কৃষক থাকলে সেখানেও শিবির করে ফর্ম বিলি করা হবে। প্রচারের জন্যে মাইকিং করা হবে।
এদিকে, খারিফ মরশুমে ধানে যা ক্ষতি হয়েছে তার জন্যে বিমার আবেদনপত্র জমা পড়েছে। সেগুলি এখন বিশ্লেষণ করা হচ্ছে। এরপর কৃষকদের ক্ষতিপূরণ দেওয়া হবে। কীভাবে এগুলি দেখা হয়? সাধারণত একটি গ্রাম পঞ্চায়েত এলাকায় কত কৃষকের ক্ষতি হয়েছে দেখা হয়। কখনও ব্লক স্তরে দেখা হয়। কেন্দ্রীয়ভাবে দেখা হয়। তারপরে ক্ষতিপূরণ নির্ধারণ করা হয়।
BSB 2025 উল্লেখ্য, মাঠে এখন শীতকালীন বা রবিশস্য চাষের মরশুম। খারিফ মরসুমের বা বর্ষার ধান কাটা প্রায় শেষের পথে। এখন বাড়িতে ধান নিয়ে যেতে ব্যস্ত কৃষকেরা। মাঠে কোনও জমিতে ট্রাক্টরে চাষ চলছে। কোনও জমিতে ফসল লাগানো চলছে। কেও লাগাচ্ছেন আলু। কেও গম বা অন্য ফসল। শীতকালে বৃষ্টির জন্যে ক্ষতির সম্ভাবনা কম থাকে। তবে কুয়াশার জন্যে ক্ষতি হয়। অকাল বৃষ্টি হলে ক্ষতি হয়। পোকার আক্রমণে ক্ষতি হয়। সেই সন ক্ষতির জন্যে এর বিমা।

কারা পাবেন এই ফর্ম ?
BSB 2025 যে কেও এই ফর্ম পেতে পারেন। সব কৃষক এই ফর্ম পাবেন। জমির মালিকানা না থাকলেও এই ফর্ম পাবেন। ভাগচাষীও পাবেন। নিজের নামে জমি না থাকলে পঞ্চায়েতের শংসাপত্র দরকার হবে। হাতে হাতে ফর্ম দেওয়া হবে। হাতে হাতে জমা নেওয়া হবে। অনলাইনে হবে না।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now