এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Bangla Moder Gorbo কান্দিতে শুরু ‘বাংলা মোদের গর্ব’ মেলা ও প্রদর্শনী

Published on: June 27, 2025
Bangla Moder Gorbo

Bangla Moder Gorbo মেলা, প্রদর্শনী, এক্সপো , সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়ে মুর্শিদাবাদেকান্দির মোহনবাগান মাঠে শুরু হল ‘বাংলা মোদের গর্ব। তিন দিনের এই মেলার উদ্বোধন হল শুক্রবার। প্রতিদিন দুপুর ৩ টে থেকে রাত ৯ টা অব্ধি হবে মেলা, প্রদর্শনী, এক্সপো। সাংস্কৃতিক অনুষ্ঠান হবে প্রতিদিন বিকেল ৫ টা থেকে রাত ৯ টা। রথযাত্রার দিন মেলার উদ্বোধন করলেন রাজ্যের বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামান। উপস্থিত ছিলেন কান্দির বিধায়ক অপূর্ব সরকার, অতিরিক্ত জেলা শাসক উন্নয়ন চিরন্তন প্রামাণিক, জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তর আধিকারিক প্রবাল বসাক সহ প্রাশানিক কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। মেলায় থাকছে নানা হস্তশিল্পের প্রদর্শনী ও স্টল।

Bangla Moder Gorbo রাজ্যের বিদ্যুৎ প্রতিমন্ত্রী ও রঘুনাথগঞ্জের বিধায়ক আখরুজ্জামান জানান, এই বাংলা নিয়ে আমরা গর্ববোধ করি। কারণ এই বাংলা সারা পৃথিবীকে পথ দেখাচ্ছে। বাংলার কন্যাশ্রী প্রকল্প আজ সারা বিশ্বে চর্চিত। বাল্য বিবাহ রোধের কারিগর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলা নিয়ে গর্ব করার মতো অনেক কিছু আছে।

Bangla Moder Gorbo মুর্শিদাবাদ জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তর আধিকারিক প্রবাল বসাক জানান, রাজ্যের প্রতিটি জেলাতেই ‘বাংলা মোদের গল্প’ অনুষ্ঠান হচ্ছে। আজকে কান্দি শহরে উদ্বোধন হল। বিভিন্ন স্টল থাকছে। আনন্দধারার স্টল থেকে কান্দি পৌরসভা, কান্দি পঞ্চায়েত সমিতি, স্বাস্থ্য দপ্তর, খাদি গ্রামোদ্যোগ ভবন, পুলিশের পক্ষ থেকে স্টল আছে। জেলার বিভিন্ন হস্তশিল্পীদের স্টল আছে। মোট ২২ টি স্টল আছে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now