Bangla Moder Gorbo’বাংলা মোদের গর্ব’ বহরমপুরে সূচনা হয়ে গেল তিনদিনের মেলা ও প্রদর্শনীর। আঞ্চলিক সংস্কৃতির প্রসার ও প্রচারের মাধ্যমে স্থানীয় বাসিন্দাদের আকৃষ্ট করা ‘বাংলা মোদের গর্ব’ র উদ্যোগের অন্যতম লক্ষ্য বলেই দাবী তথ্য সংস্কৃতি দপ্তরের। সূচনা পর্বেই ‘বাংলা মোদের গর্ব’-কে কেন্দ্র করে উৎসবের মেজাজ দেখা গেল বহরমপুরের বিষ্ণুপুর মাঠে। মুর্শিদাবাদ জেলা তথ্য ও সংস্কৃতি বিভাগের উদ্যোগে শুক্রবার এই মেলার সূচনা করেন রাজ্যের বিদ্যুৎ দপ্তরের প্রতিমন্ত্রী আখরুজ্জামান, প্রদীপ প্রজ্বলন করে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক উন্নয়ন চিরন্তন প্রামাণিক, তথ্য ও সংস্কৃতি দপ্তরের অতিরিক্ত সচিব অম্লানজ্যোতি সাহা, জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তর আধিকারিক ডঃ প্রবাল বসাক সহ স্থানীয় জনপ্রতিনিধি ও বিশিষ্ট জনেরা।
Bangla Moder Gorbo ‘বাংলা মোদের গর্ব’ অনুষ্ঠানে প্রতিদিনই থাকছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। পাশাপাশি এলাকার প্রথিতযশা শিল্পীরাও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেবেন। এছাড়াও মেলায় বিভিন্ন ধরনের স্টল রয়েছে। লক্ষ্মীর ভান্ডার থেকে স্বাস্থ্য সাথী, চোখের আলো, শিক্ষাশ্রী ও মেধাশ্রী, সবুজ সাথী, কন্যাশ্রী – রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের প্রদর্শনীতে সাজানো হয় স্টল। বিষ্ণুপুর মাঠে এই মেলায় রয়েছে বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের হাতের কাজের ঘর সাজানোর সামগ্রী, পোশাক, খাবারের স্টল। রয়েছে ফল, সব্জির প্রদর্শনীও। তিন দিন ধরে চলবে এই মেলা ও প্রদর্শনী।
Bangla Moder Gorbo উদ্বোধনী পর্বে বিদ্যুৎ প্রতিমন্ত্রী তথা বিধায়ক আখরুজ্জামান জানান, ” মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে সমস্ত পরিকল্পনা গ্রহণ করেছে সরকার, কিছু কিছু প্রকল্প আজকে বিশ্বে চর্চিত হয়েছে, বিশ্বের স্বীকৃতি লাভ করেছে। সেই জায়গায় প্রচারের আলোয় আনার জন্য ‘ বাংলা মোদের গর্ব’ অনুষ্ঠান। এলাকায় যারা উচ্চশিক্ষার সুযোগ পায়নি, কর্মসংস্থানের জন্য যাদের অসুবিধা হচ্ছে, তাদের আমাদের সরকারের মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করা হচ্ছে।”