বহরমপুরে শুরু হল “বাংলা মোদের গর্ব” শীর্ষক অনুষ্ঠান

Published By: Madhyabanga News | Published On:

নিজস্ব সংবাদদাতা, বহরমপুরঃ পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি দফতরের উদ্যোগে ও জেলা দফতরের আয়োজনে শুক্রবার বহরমপুর ওয়াইএমএ মাঠে শুরু হল “বাংলা মোদের গর্ব” শীর্ষক অনুষ্ঠান। এদিনের অনুষ্ঠানের উদ্বোধন করেন মুর্শিদাবাদের সাংসদ আবু তাহের খান। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক(উন্নয়ন) চিরন্তন প্রামাণিক, জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক সহ অন্যরা। পরিবেশিত হয় সাঁওতালি নাচ।

বাংলা মোদের গর্ব শীর্ষক অনুষ্ঠানে পরিবেশিত হয় সাঁওতালী নাচ। নিজস্ব চিত্র

এই অনুষ্ঠানকে কেন্দ্র করে বহরমপুরের ওয়াইএমে মাঠে বসেছে মেলা। মেলায় দশটি স্টল রয়েছে। আছে প্রদর্শনীও।  পাশাপাশি মিশন নির্মল বাংলাকে গুরুত্ব দিয়ে বহরমপুর পুরসভার স্টল রয়েছে মেলায়, ডেঙ্গী সচেতনতা নিয়ে আছে স্বাস্থ্য দফতরের স্টল। তিনদিনের প্রত্যেক দিন সন্ধ্যায় জেলা ও জেলার বহিরাগত শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান।  সাঁওতালি নাচের মধ্য দিয়ে এদিনের অনুষ্ঠানের উদ্বোধন