Bangla Bachao Jatra শীতের রাতে গভীর হয়েছে অন্ধকার। মালদহ পেরিয়ে মুর্শিদাবাদে (Murshidabad) ঢুকে গেল বাংলা বাঁচাও যাত্রা। রাজ্যকে চষে ফেলে বাংলার মানুষের বঞ্চনার প্রতিবাদে যে যাত্রা। রাজ্যের মানুষের দাবিতে এই যাত্রা যাত্রায় জমা হচ্ছে বঞ্চনার বেদনা। প্রান্তিক মানুষের কথা শুনতে শুনতে এগিয়ে চলেছ। মুর্শিদাবাদে ঢোকার সময় সামনের সারিতে এসএফআই নেত্রী দীপ্সিতা ধরের মতো তরুণ সমাজের মুখের সঙ্গে ছিলেন সিপিএমের পলিটব্যুরোর সদস্য রামচন্দ্র ডোম। ছিলেন সিপিএমের (CPM) জেলা সম্পাদক জামির মোল্লা। শুক্রবার রাতে ফরাক্কায় প্রবেশ করে সিপিএমের বাংলা বাঁচাও যাত্রা। আজ, শনিবার থেকে ১০ ডিসেম্বর রাজ্য ও মুর্শিদাবাদ জেলার মানুষের দাবি নিয়ে এই যাত্রা চলছে।
আরও পড়ুনঃ Murshidabad RSP নওদার “ঘাঁটি” ফেরাতে ময়দানে আরএসপি ?
Bangla Bachao Jatra শেষ পাওয়া খবর অনুযায়ী, পাঁচগ্রামে রয়েছে বাংলা বাঁচাও যাত্রা (Bangla Bachao Jatra )। সেখানে সমাবেশ হচ্ছে। সেখান থেকে নবগ্রাম হয়ে বহরমপুরে পৌছবে। ১০ ডিসেম্বর পর্যন্ত একাধিক সভা, মিছিল কর্মসূচি রয়েছে সিপিএমের।

Bangla Bachao Jatra মালদায় ভাঙ্গনে সব হারা মানুষদের কান্না শুনেছে এই যাত্রা। অনেক চর হারিয়ে যাওয়ার মুখে। তলিয়ে গিয়েছে ঘর। একইভাবে ভাঙ্গনের কবলে মুর্শিদাবাদের বিস্তীর্ণ এলাকাও। মানুষের ভালোবাসা, আশীর্বাদকে সঙ্গে নিয়ে উত্তরবঙ্গের কোচবিহার থেকে শুরু হওয়া এই যাত্রা আট দিনে পৌঁছয় ভাঙ্গন কবলিত শামসেরগঞ্জে। সেখানে ছিলেন শামসেরগঞ্জে ব্লকের এরিয়া কমিটির সম্পাদক মুদসসর হোসেন।
Bangla Bachao Jatra বাংলা বাঁচাও যাত্রার মুর্শিদাবাদের দাবি, নবগ্রাম বিল বসিয়া সংস্কার করতে হবে। জমি মাফিয়া, প্রশাসন ও ভূমি দপ্তরের অবৈধ কারবার বন্ধ করতে হবে। প্রকৃত চাষিদের কাছ থেকে কৃষক মান্ডিতে ধান কিনতে হবে। সরকারের ঘোষণা করা প্রতি হাজার বিড়িতে ২৬৮ টাকা মজুরি দিতে হবে। মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ে উপযুক্ত পরিকাঠামো গড়ে তুলতে হবে। সিপিএম জানিয়েছে, পশ্চিমবঙ্গ ও মুর্শিদাবাদ জেলার মানুষের দাবি নিয়ে বাংলাকে গড়বার যাত্রা।















