মাসুদ আলি, সামসেরগঞ্জঃ বৃষ্টির জেরে জলস্তর বেড়েছে মাসনা নদীতে। ঝাড়খন্ড লাগোয়া সামশেরগঞ্জে বাড়ন্ত জলে ভেসে গেল সাকরঘাটের বাঁশের সাকো। বাঁশের সাকো ভেঙে যাওয়ায় এক প্রকার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল সামসেরগঞ্জের ভাসাইপাইকর, ইসলামপুর, সাহেবনগরের থেকে সাকারঘাট,অদৈতনগর এলাকার।
যোগাযোগের একমাত্র সেতু ভেঙে যাওয়ায় বিপাকে বেশ ওই এলাকার গ্রামের বাসিন্দারা। স্থানীয় সূত্রে খবর, গত কয়েক দিনে ঝাড়খন্ডে বৃষ্টির জেরে জলস্তর বেড়েছে মাসনা নদীতে। এই নদীর উপরে স্থায়ী কোন সেতু না থাকায় সামশেরগঞ্জের সাকারঘাট এলাকার বাসিন্দারা নিজেদের উদ্যোগে তৈরি করেছিলেন এই বাঁশের সেতু। শুক্রবার সন্ধ্যায় জলের তোড়ে ভেঙে যায় সেতুর একাংশ। এর জেরেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পরে নদীর দুপারের গ্রামের। স্থানীয়দের দাবি এলাকায় মাসনা নদীর ওপর সত্বর তৈরি হোক নতুন স্থায়ী সেতু।