সুতিতে জঙ্গল থেকে উদ্ধার ব্যালট! তদন্তের আশ্বাস বিডিও-র

Published By: Madhyabanga News | Published On:

মধ্যবঙ্গ নিউজ ডেস্কঃ সামশেরগঞ্জের পর এবার সুতিতে উদ্ধার কংগ্রেসের প্রতীকে ছাপ দেওয়া ব্যালট পেপার। ভোট গননার প্রায় দশ দিন বাদে জঙ্গলের মধ্যে প্লাস্টিক প্যাকেটের মধ্যে উদ্ধার হল ব্যালট পেপার। সুতি ২ নম্বর ব্লকের দফাহাট মডেল স্কুলে ভোট গণনা কেন্দ্র করা হয়েছিল। সেখানে পাশের জঙ্গলে জঞ্জালের মধ্যে থেকে উদ্ধার হল ব্যালট পেপার।

উল্লেখ্য, শুক্রবার বিডিও অফিসের সামনেই রাস্তা অবরোধ করে বিক্ষোভ অবস্থান করছিল বিজেপির স্থানীয় নেতৃত্ব। তখনই উদ্ধার হয় এই ব্যালট পেপারগুলি। তারপরই সুতি ২ ব্লক অফিসে উত্তেজনা ছড়ায়। কংগ্রেস ও বিজেপির নেতা কর্মীরা বিক্ষোভে অংশ নেন। পরিস্থিতি সামাল দিতে নামানো হয় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদেরও। বিক্ষোভ চলাকালীন আবারও উদ্ধার হয় প্রচুর ব্যালট পেপার।

এই ঘটনায় ব্লক অফিসে ও সুতি থানায় লিখিত অভিযোগ করা হয় কংগ্রেসের পক্ষ থেকে। বিডিও সূত্রে খবর, এদিন ২৩০ টি জেলা পরিষদের ব্যালট পেপার ও ৪০০ পঞ্চায়েত সমিতির ব্যালট পেপার সহ অনেক সংখ্যায় গ্রাম পঞ্চায়েতের ব্যালটও উদ্ধার হয়। ঘটনার তদন্ত করা হচ্ছে বলে জানান সুতি ২ ব্লকের বিডিও সমীরণ কৃষ্ণ মণ্ডল।