মাসুদ আলি, সামসেরগঞ্জঃ পঞ্চায়েত ভোট মিটেছে গত ৮ ই জুলাই। ভোট গণনার কাজও সম্পন্ন হয়েছে। তবে গণনার ঠিক এক সপ্তাহ বাদে এ কী ছবি! সামশেরগঞ্জে পাটের জমিতে পঞ্চায়েত ছেঁড়া ব্যালট পেপার। মঙ্গলবার দুপুরে এই ছবি উঠে আসার পর চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। গত মঙ্গলবার হয়েছে ভোট গননার কাজ, আর তার এক সপ্তাহ বাদে পাটের জমি থেকে উদ্ধার ব্যালট পেপার।
কংগ্রেসের অভিযোগ, সামশেরগঞ্জের জয়কৃষ্ণপুর এ.বি.এস বিদ্যাপীঠের পিছনের পাটের জমিতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে জেলা পরিষদের কংগ্রেস প্রার্থীর ছাপ মারা ব্যালট পেপার। গণনা কেন্দ্রে কারচুপি করা হয়েছে। শুধু পাটের জমিতে ব্যালট পেপার পড়ে রয়েছে তা ই নয়। সাথে গণনা কেন্দ্রের মধ্যেই ব্যালট পোড়ানো হয়েছে বলে অভিযোগ কংগ্রেসের। এই ঘটনায় বিডিও এর বিরুদ্ধে হাইকোর্টে যাওয়ার হুশিয়ারি দিয়েছে কংগ্রেস। যদিও এই ঘটনাকে আমল দিতে নারাজ তৃণমূল নেতৃত্ব।