এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

নিষিদ্ধ শব্দ বাজি ফেটে সাগরপাড়ায় পুড়ল বাড়ি

Published on: November 13, 2023

নিজস্ব সংবাদদাতা, সাগরপাড়াঃ কালী পুজোর সন্ধ্যায় নিষিদ্ধ শব্দ বাজি ফেটে বিধ্বংসী আগুনে পুড়ল আস্ত বাড়ি। যা আদপে পুলিশ প্রশাসনের দিকেই আঙুল তুলে দিল। জানা গিয়েছে রবিবার সন্ধ্যায় সাগরপাড়ার সীমান্তবর্তী গ্রাম চকমথুরা এলাকায় এক ডেকরেটর ব্যবসায়ীর বাড়িতে নিষিদ্ধ শব্দ বাজি থেকে পাটকাঠির পালায় আগুন লাগে। মুহূর্তে সেই আগুন দখল নেয় ঘরের। পুড়ে ছাই হয়ে যায় ঘরের আসবাবপত্র থেকে জরুরী সামগ্রী। প্রাথমিকভাবে আগুন নেভাতে স্থানীয়রা ছুটে আসেন। খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। গৃহকর্তা রবীন মন্ডলের দাবি বাড়ির বাইরে বাজি ফাটানোর সময় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

দুর্গা পুজোর আগে থেকেই নিষিদ্ধ বাজি উদ্ধারে জোর দিয়েছিল পুলিশ। কালীপুজোর আগে যা বেগ পেয়েছিল। কালীপুজোর আগে মুর্শিদাবাদ পুলিশ জেলায় প্রায় দু-হাজার কেজি নিষিদ্ধ শব্দ বাজি বাজেয়াপ্ত করেছিল পুলিশ। তারমধ্যে বেলডাঙাতেই উদ্ধার হয়েছে সাত কুইন্ট্যাল নিষিদ্ধ বাজি দাবি     জেলা পুলিশ সুপার সূর্যকান্ত যাদবের। তবে তা যে সিন্ধুতে বিন্দু মাত্র রানিনগরের ঘটনা তারই প্রমাণ। পুলিশ সুপার বলেন, কী থেকে ওই বাড়িতে আগুন লাগলো তা তদন্ত করে দেখা হচ্ছে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now