এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Bag Organizing Techniques হ্যান্ডব্যাগেই গোটা সংসার! কী ভাবে গোছালে চটপট মিলবে জিনিস?

Published on: December 19, 2025
Bag Organizing Techniques

Bag Organizing Techniques    আকারে ছোট্ট, কিন্তু উপুড় করলে এত জিনিস পাওয়া যাবে যে, গুনে শেষ করা যাবে না।  অফিস হোক বা ট্র্যাভেল, যেকোন কাজেই বাড়ির বাইরে পা দিলে যা ছাড়া  একেবারেই চলে না সেটা হল হ্যান্ডব্যাগ।  বিশেষ করে মহিলাদের হাতব্যাগ দেখা যায় প্রচুর জিনিসে ঠাসা। প্রয়োজনে জিনিস খুঁজতেই হিমশিম খেতে হয়। ছোট হাতব্যাগেই গোটা সংসার যেন রাখা থাকে। আর সেই সংসার সামলানো হয়ে যায় মুশকিল। প্রশ্ন হচ্ছে, কী করলে প্রয়োজনীয় জিনিস টুক করেই হাতব্যাগ থেকে নিতে পারবেন?

আরও পড়ুন-  Winter Immunity Diet শীতেও থাকবেন ফিট, চনমনে, মেনে চলতে হবে এই ডায়েট

Bag Organizing Techniques  অনেকেই দরকারের সময় দরকারি জিনিসটি খুঁজে পান না। ব্যাগ হাতড়ালে বেরিয়ে আসে অপ্রয়োজনীয় জিনিসগুলি। ঠিক এইরকম সমস্যার সম্মুখীন কি আপনিও? তা হলে জেনে নিন, হাতব্যাগ কী ভাবে গোছালে প্রয়োজনের জিনিসটি নিমেষেই বের করতে পারবেন।

Bag Organizing Techniques    টোট ব্যাগ হোক বা , স্লিং ব্যাগ, ছোট হোক বা বড় বা মাঝারি— যে মাপেরই হ্যান্ড ব্যাগ হোক না কেন  সবচেয়ে ভাল হয় তাতে নানা ধরনের ফোল্ডার বা খাপ থাকলে। একাধিক খাপে জিনিসপত্র গুছিয়ে রাখা যায় অনায়াসেই। সে ক্ষেত্রে জিনিস খুঁজে পাওয়াও খুব সহজ হয়। এছাড়া নিরাপত্তা এবং চট করে খুঁজে পাওয়ার ক্ষেত্রে চাবি, মোবাইল ব্যাগের ভিতরের খাপে ভরে নিন। প্রসাধনী বা অন্য নানান জিনিস হাতের কাছে পেতে নির্দিষ্ট খাপে রাখুন। একগাদা জিনিস না নিয়ে প্রয়োজনীয় জিনিসটুকুই ব্যাগে রাখুন। এতে জিনিস খুঁজে পাওয়া সহজ হবে।

আরও পড়ুন- Apple iphone 16 pro discount ৭০ হাজার টাকার কমেই আই ফোন ১৬ প্রো !

Bag Organizing Techniques ব্যাগ বড় হলে আর অনেক জিনিস রাখতে হলে ছোট ছোট ব্যাগে বা পাউচে জিনিসগুলি গুছিয়ে নিন। মোবাইল চার্জার, হেডফোন ছোট পাউচে ভরে নিন। অনেকে স্যানিটারি ন্যাপকিন, শৌচালয়ে ব্যবহারের জীবাণুনাশক স্প্রে ব্যাগে রাখেন। সেগুলি নির্দিষ্ট একটি পাউচে ভরে রাখুন। কোথায় কোনটি রাখছেন, সেটাও মনে রাখা দরকার। একই ভাবে টুকিটাকি প্রসাধনী, গয়না রাখতে হলে সেগুলিও ছোট কোনও বাক্সে ভরে নিন। এতে সব জিনিস ঠিকমতো থাকবে, বার করতে সুবিধা হবে। ওষুধ থাকলে সেটিও নির্দিষ্ট প্যাকেট বা বাক্সে রাখুন।

Bag Organizing Techniques  এছাড়াও সবচেয়ে গুরুত্বপূর্ণ হল প্রয়োজন অনুযায়ী ব্যাগ বদলানো। বেড়াতে গেলে হাতের কাছে বেশি জিনিস লাগে। আবার অফিসের ব্যাগেও ল্যাপটপ, চার্জার-সহ অনেক কাজের জিনিস রোজ দরকার হয়। সেই মতো ব্যাগ বাছাইও জরুরি।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now