Awas Yojana টালির চালা তাও ঘরের লিস্টে নাম নেই। হরিহরপাড়ায় ক্ষোভ

Published By: Imagine Desk | Published On:

Awas Yojana  মাটির ঘরে বাস বছরের পর বছর। টালির চালা ভেঙে পড়ছে। তাও নেই আবাস যোজনার PMAY Gramin List West Bengal  লিস্টে নাম। একরাশ ক্ষোভ নিয়ে হরিহরপাড়ায়   এই দাবিতে ব্লক প্রশাসনের দ্বারস্থ হলেন গ্রামের মানুষ । মঙ্গলবার হরিহরপাড়ায় বিডিও অফিস BDO Office  চত্বরে এলেন আনোয়ারা বেওয়া, উজহা খাতুনের মতো অনেকেই। কেউ এলেন খিদিরপুর অঞ্চল থেকে কেউ মালোপাড়া কেউ এলেন চোঁয়া থেকে। প্রত্যেকের চোখে মুখে একরাশ হতাশা।

Awas Yojana কী অভিযোগ গ্রামের মানুষের ?

Awas Yojana তরতিপুরের  আনোয়ারা বেওয়া বলেন, “আমার ঘর নেই। ছেলের টালির বাড়িতে থাকি। উঠোনে এক কোমর জল। তাও লিস্টে নাম নেই। তাই বিডিও অফিসে এসেছি।  বিডিওকে বলবো বলে এসেছি” ।

Awas Yojana উজহা খাতুনও এসেছেন এদিন। বলছেন, “ লিস্টে নাম ছিল আগে। বারবার অফিসাররা ঘুরে আসছে। আমার পাটকাটির ঘর। তাও ঘর দিচ্ছে না। কী করবো ? তাই এসেছি”। গ্রামবাসীদের অভিযোগ, পঞ্চায়েত সদস্যরাও বাড়ির ব্যবস্থা করে দিচ্ছেন না।

 

Awas Yojana কেউ ত্রিপল টাঙ্গিয়ে বাস করেন, কেউ থাকেন ছেলের ঘরে- জীর্ণ, শীর্ণ ক্লান্ত শরীরে তারা প্রত্যেকেই এসেছেন মাথা গোঁজার পাকা বাড়ি পেতে। ব্লক অফিস চত্বরে এসে অভিযোগও করলেন। বাংলা আবাস যোজনায় সার্ভে নিয়েও ক্ষোভ উগড়ে দিলেন।

আবাসের সার্ভে নিয়ে ক্ষোভ জন্মেছে গ্রামবাসীদের মনে। জয়েন্ট বিডিও আমস তামাং,   বলছেন, অনলাইনে লিস্ট দেখে সার্ভে চলছে। সেই লিস্ট অনুযায়ী কাজ হচ্ছে। ঘর পাওয়ার ক্ষেত্রে কে যোগ্য, অযোগ্য তাও খতিয়ে দেখা হচ্ছে।