Awas Scam আবাসের জন্য ৫ হাজার ! ফেরত চাইতেই ভয়ঙ্কর পরিণতি জঙ্গিপুরে

Published By: Imagine Desk | Published On:

Awas Scam আবাসের লিস্টে নাম তোলার জন্য দিতে গিয়েছিল  টাকা । সেই টাকা ফেরত চাইতে গিয়ে আক্রান্ত গ্রামবাসীর মৃত্যু হল রবিবার সকালে ।  কলকাতার এনআরএস হাসপাতালে মৃত্যু হয়  । মৃতের নাম  আতাবুর রহমান(60),  বাড়ি রঘুনাথগঞ্জ -২ ব্লকের মিঠিপুর গ্রামপঞ্চায়েতের মুকুন্দপুরে। টাকা দেওয়ার পরেও নাম নেই আবাস যোজনায় তালিকায়। আর সেই টাকা ফেরত চাইতে গিয়ে এক ব্যক্তিকে বেধড়ক মারধর করার অভিযোগ এক তৃণমূল কর্মীর বিরুদ্ধে ।  শনিবার সন্ধ্যা নাগাদ ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় রঘুনাথগঞ্জের মিঠিপুরে । আতাবুর রহমানের মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ । স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করে। অভিযুক্ত তৃণমূল কর্মীর নাম মিঠুন শেখ। তার বাড়ি ওই এলাকা বলে জানা গিয়েছে। রাতেই থানায় দায়ের হয়েছে লিখিত অভিযোগ।