Awas Scam আবাসের লিস্টে নাম তোলার জন্য দিতে গিয়েছিল টাকা । সেই টাকা ফেরত চাইতে গিয়ে আক্রান্ত গ্রামবাসীর মৃত্যু হল রবিবার সকালে । কলকাতার এনআরএস হাসপাতালে মৃত্যু হয় । মৃতের নাম আতাবুর রহমান(60), বাড়ি রঘুনাথগঞ্জ -২ ব্লকের মিঠিপুর গ্রামপঞ্চায়েতের মুকুন্দপুরে। টাকা দেওয়ার পরেও নাম নেই আবাস যোজনায় তালিকায়। আর সেই টাকা ফেরত চাইতে গিয়ে এক ব্যক্তিকে বেধড়ক মারধর করার অভিযোগ এক তৃণমূল কর্মীর বিরুদ্ধে । শনিবার সন্ধ্যা নাগাদ ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় রঘুনাথগঞ্জের মিঠিপুরে । আতাবুর রহমানের মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ । স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করে। অভিযুক্ত তৃণমূল কর্মীর নাম মিঠুন শেখ। তার বাড়ি ওই এলাকা বলে জানা গিয়েছে। রাতেই থানায় দায়ের হয়েছে লিখিত অভিযোগ।
Awas Scam আবাসের জন্য ৫ হাজার ! ফেরত চাইতেই ভয়ঙ্কর পরিণতি জঙ্গিপুরে
By Imagine Desk
Published on: December 1, 2024












