মধ্যবঙ্গ নিউজ ডেস্কঃ আতঙ্কে বাড়ি থেকে বের হতে পারছেন না সিপিআই(এম) প্রার্থীর বাড়ির কেউ। পুলিশ ওপরেও আস্থা নেই, অভিযোগ সিপিআই(এম) প্রার্থী বদর সেখের পরিবারের। কংগ্রেস ও সিপিআই(এম) রঘুনাথগঞ্জ থানা ঘেরাও করার ডাক দিয়েছে সিপিআই(এম) ও কংগ্রেস। এদিন শুরু হয়েছে থানার বাইরে অবস্থান বিক্ষোভ।
পরশু পঞ্চায়েত ভোট। তার আগে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে সিপিআই(এম) প্রার্থীর উপর হামলার অভিযোগ উথেছে। গুরুতর আহত অবস্থায় সিপিআই(এম) প্রার্থী সহ তিনজন চিকিৎসাধীন জঙ্গিপুর মহকুমা হাসপাতালে।
মির্জাপুর ১ গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সমিতি আসনের সিপিআই(এম) প্রার্থী বদর শেখ, তাঁর ছেলে মহবুল সেখ ও প্রার্থীর জামাই ফৈজুদ্দিন শেখের উপর হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। রঘুনাথগঞ্জ ১ ব্লকের মির্জাপুর ১ গ্রাম পঞ্চায়তের সাদিকপুর গ্রামে বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে।