Attack on Police at Farakka ফরাক্কায় দুষ্কৃতীদের ছোড়া বোমায় জখম ৩ সিভিক, গ্রেফতার ৫

Published By: Imagine Desk | Published On:

পুলিসের ধরপাকড়ের ভয়ে এলাকা পুরুষ শূন্য

নিজস্ব প্রতিনিধিঃ লালগোলার বিডিও আবাসনে হামলার ঘটনা উদ্বেগ বাড়িয়েছে প্রশাসনের। সেই সময় ফরাক্কায় পুলিশকে লক্ষ্য করে বোমার ঘটনা সামনে এলো। ঘটনায় জখম তিন সিভিক ভলান্টিয়ার। রক্ষকরাই আক্রান্ত ! এগিয়ে আসছে বিধানসভা ভোট। স্বাভাবিকভাবেই এই ঘটনায় মুর্শিদাবাদ Musrhidabad জেলায় আইন শৃঙ্খলার পরিস্থিতে নিয়ে চিন্তিত সংশ্লিষ্ট মহল।

Attack on Police at Farakka স্থানীয় ও পুলিস সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাত সাড়ে বারোটার সময় ফরাক্কার অর্জুনপুর পঞ্চায়েতের শিবনগর চাকপাড়া এলাকায় ওই ঘটনা ঘটে। স্থানীয় দুটি সমাজ বিরোধী গোষ্ঠীর সংঘর্ষের ঘটনায় পুলিস দুষ্কৃতীদের ধরতে যায়। সেসময় দুষ্কৃতীরা পুলিসকে লক্ষ্য করে বোমা ছোড়ে। তাদের ছোড়া বোমায় ৩ সিভিক জখম হয়েছেন। ঘটনার পর তাঁদের প্রাথমিক চিকিৎসার জন্য স্থানীয় অর্জুনপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। জখম ভলান্টিয়াররা হলেন-সহিদুল আলম,সামাউল সেখ, আলিমুদ্দিন সেখ । খবর পেয়ে ফরাক্কা থানা Farakka PS থেকে বিশাল পুলিশ বাহিনী যায়। এখনও পর্যন্ত দুষ্কৃতীদের মূল পান্ডা আলিমুদ্দিন সেখ সহ ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এলাকায় মোতায়েন রয়েছে বিশাল পুলিস বাহিনী। এক স্থানীয় বাসিন্দা জানিয়েছেন, খোরাবান্দাপুরের ২ জন সমাজ বিরোধীর সঙ্গে শিবনগর চাকপাড়ার কিছু সমাজ বিরোধীর বুধবার বিকেলে গণ্ডগোল হয়। সন্ধ্যায় ফের মারামারি হয়। তাতে একজন জখম হয়ে পরে থাকে। খবর পেয়ে তাকে উদ্ধার করতে আসে পুলিস। ঝিকরি মোড় দিয়ে ঢুকে লালমাটির কাছে পুলিস যখন আসে সেসময় ৭-৮ দুষ্কৃতী সেখানে জমায়েত করেছিল। পুলিস তাদের পিছনে ধাওয়া করে। তখন কিছুটা দূরে গিয়ে দুষ্কৃতীরা বোমা ছোড়া শুরু করে। লক্ষ্য ছিল পুলিস ও সিভিক। অল্প বিস্তর সবাই জখম হয়েছেন। এক জনের ৫ টি সেলাই ও এক জনের ২ টি সেলাই হয়েছে। চিকিৎসার পরে তাঁদের ছেড়ে দেওয়া হয়। পরে রাতে বিশাল পুলিস বাহিনী গিয়ে ৬ জনকে গ্রেফতার করে।