Attack on Lalgola BDO আক্রান্ত খোদ লালগোলার বিডিও! হামলা আবাসনে, কোথায় সাধারণ মানুষের নিরাপত্তা?

Published By: Imagine Desk | Published On:

নিজস্ব প্রতিবেদনঃ আক্রান্ত খোদ বিডিও! গভীর রাতে দুষ্কৃতী তাণ্ডব! আক্রান্ত মুর্শিদাবাদের লালগোলার বিডিওর Lalgola BDO আবাসন। বুধবার মধ্যরাতে (৪ সেপ্টেম্বর) দুষ্কৃতীরা ঢিল ছুড়ল। গেটে ধাক্কা মারল। গামছা দিয়ে মুখ ঢেকে তাণ্ডব চালাল। সিসি ক্যামেরায় সবটাই ধরা পড়েছে। দেখা যাচ্ছে আড়াল থেকে একজন করে সামনে আসছে। ঢিল ছুড়ে ঘুরে চলে যাচ্ছে। দেখে মনে হতে পারে কচি ছেলের দল খেলা করছে। সাধারণ মানুষ অসহায় হলে বিডিওর কাছে যান। বিডিও-র নিরাপত্তার এই হাল হলে সাধারণ মানুষ কোথায় যাবেন? কারণ, সূত্র থেকে জানা গিয়েছে, এমনটা না কি একমাস ধরে হয়ে চলেছে। মধ্যবঙ্গ নিউজের কাছে যে ফুটেজ এসেছে, তাতে দেখা যাচ্ছে, রাত ১ টা ৪৪ মিনিট নাগাদ মুখে কাপড় বাঁধা অবস্থায় দুষ্কৃতীরা হামলা করছে। বলা যেতে পারে লাগাতার ইট বৃষ্টি। চাঞ্চল্য প্রশাসনিক মহলে।

অভিযোগ, এক মাস ধরে লালগোলার বিডিও দেবাশিস মণ্ডলের সরকারি আবাসনে নানাভাবে আক্রমণের চেষ্টা করছে দুষ্কৃতীরা। পুলিশের কাছে লিখিতভাবে অভিযোগ করেও সুরাহা হয়নি বলেই অভিযোগ। মুখ ঢাকা দিয়ে একদল দুষ্কৃতী লালগোলায় বিডিও-র বাংলো লক্ষ্য করে ইট ছোড়ে। সিসিটিভি ফুটেজ সামনে আসতেই প্রশাসনের অন্দরেই প্রশ্ন উঠেছে পুলিশের ভূমিকা নিয়ে। যদিও পুলিশের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে। পুলিশ পেট্রোলিং হচ্ছে বলে দাবি করা হয়েছে। উল্লেখ্য, এই প্রতিবেদন লেখা পর্যন্ত এই ঘটনায় ওই বিডিও-র প্রতিক্রিয়া পাওয়া যায়নি।