এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

ATMA ভরসা, মৌমাছি পালনে আগ্রহ বাড়ছে বেলডাঙা ২ ব্লকে। উপার্জনে নতুন দিশা

Published on: November 10, 2022

মধ্যবঙ্গ নিউজ ডেস্কঃ  আতমা Agricultural Technology Management Agency (ATMA)  প্রকল্পে মৌমাছি পালনের উৎসাহী হচ্ছেন মুর্শিদাবাদের  চাষিরা। উন্নত পদ্ধতিতে মৌমাছি পালনের উৎসাহ প্রদান করা হচ্ছে এই  আতমা প্রকল্পে । এই প্রকল্পে  বেলডাঙা ২ নম্বর ব্লকে চলছে মৌমাছি পালন ও মধু চাষ । বেলডাঙা ২ নম্বর ব্লকের আন্দুলবেড়িয়া ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের আন্দুলবেড়িয়া মৌজায় এক কৃষক প্রায় ২১ বছর ধরে এই মৌমাছি পালন করে আসছেন। বেলডাঙা ২ ব্লক সহ কৃষি অধিকর্তার সহযোগিতায় এই চাষ করে ভালোই আয়  বেড়েছে উপভোক্তার।  বেলডাঙা ২ ব্লকের সহ কৃষি অধিকর্তা অর্কপ্রভ ঘোষ জানান,   এই মধু চাষে উপভোক্তাদের আরও উৎসাহিত করতে এবার কৃষি দপ্তরের পক্ষ থেকে মৌমাছি পালনে বিভিন্ন সরঞ্জাম দেওয়া হচ্ছে। কিভাবে সরকারি সহায়তায় এই চাষ করে আরও আয় বাড়ানো যায় তা নিয়ে কৃষকদের সচেতন করা হচ্ছে।

 

২০০১ সাল থেকে এই মৌমাছি চাষ করে আসছেন আন্দুলবেড়িয়ার   জীবন কুমার মন্ডল। তিনি জানান,  বছরে ২ বার  মধু সংগ্রহ করা হয়। মূলত রবি মরশুমে এবং শীতকালে এই চাষ হয়ে থাকে। শীতকালে সরষে ফুলের মধুর চাহিদা সর্বাধিক থাকে। আবহাওয়ার উপর মধুর গুণগতমান নির্ভর করে। তবে গত বছর এই মধুর চাহিদা ছিল বেশ ভালোই। সরকারি সাহায্য মধু চাষ করে আসার আলো দেখছেন চাষিরা।

 

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now