বছর শেষে ‘শাহরুখ’ ঝড়, বহরমপুরে ‘ডাঙ্কি’র লেট নাইট শো!

Published By: Madhyabanga News | Published On:

দেবনীল সরকার, বহরমপুর – ‘শাহরুখ খান’ নাম তো শুনা হি হোগা। শীত, গ্রীষ্ম, বর্ষা— বাংলায় সারা বছর কিংখানের ভক্তদের যে উৎসাহের কোনও কমতি নেই, বৃহস্পতিবারের সকাল যেন সেটাই আরও একবার প্রমাণ করল। উপলক্ষ ‘ডাঙ্কি’র প্রথম দিনের প্রথম শো।২০২৩ সাল শুরু হয়েছিল শাহরুখের ছবি ‘পাঠান’ দিয়ে। তার আগে বছর তিনেক কোনও রিলিজ দেখেনি বাজীগরের ভক্তরা। তাই পাঠান রিলিজের সময়েই শাহরুখ-ফ্যানদের উন্মাদনা ছিল তুঙ্গে। ছবি রিলিজের পরেই হাউসফুল। এরপরে আবার চলতি বছরে রিলিজ করল ‘জওয়ান’। বিশ্বব্যাপি সিনে উন্মাদরা সেই ছবিকেও ১০০০ কোটিরও ব্যবসা করে দিল।

SRK ভক্তদের ভিড়। নিজস্ব চিত্র

এরপর ডিসেম্বরের শেষ সপ্তাহে বাজিমাত করতে, বছরে তৃতীয়বার হাজির বলিউড-বাদশা। রাজকুমার হিরানি আর শাহরুখের জুটি বাঁধার কথা সিনে দুনিয়ায় ভাইরাল হয়েছে আগে থেকেই। থ্রি ইডিয়টস্, মুন্নাভাই, পিকে, খ্যাত পরিচালক আবার ফিরলেন রুপোলি পর্দায়। এবার সাথে করে বোম্বে ফিল্ম ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় বিনোদনের প্যাকেজ শাহরুখ খান। সাথে আছেন ভিকি কৌশল, তাপসী পান্নু আরও অনেক হাল আমলের অভিনেতারা। কিন্তু পর্দার শাহরুখের ম্যাজিক অব্যাহত। তা আবারও জানান দিল, শীতের সকালে, মফঃস্বল শহর বহরমপুরের সিনেমা হলের সামনে দর্শকদের উন্মাদনা। চিৎকার করে গলা ফাটাচ্ছেন, “গুরুর ছবি আবার হিট হবে”।শহরের মোহন মাল্টিপ্লেক্সে রাত ১১টায়  ডাঙ্কি’র শো রাখা হয়েছে। এত রাতের শো আগে কখনও দেখেনি শহর বহরমপুর। কিন্তু ওই নামটা শাহরুখ খান। যতদিন তিনি আছেন দুবাইয়ে বুর্জ খলিফায় ফিল্মের ট্রেলার দেখানো হোক, কিংবা বহরমপুরের ‘লেট নাইট শো’, ওই ‘বিস্তৃত বাহু’ পৃথিবীর সব অসম্ভব সম্ভব করতে পারে।