নিজস্ব সংবাদদাতা, বহরমপুরঃ ‘গাছ লাগালেই বাঁচবে প্রাণ’ একথা সবাই জানেন। তবে বছরের প্রথমদিনে গাছ লাগানোর বার্তা বহরমপুরে। সেই বার্তা দিতে খুদেদের নিয়ে স্পোর্টস, পিকনিকের পাশাপাশি শীতবস্ত্র বিতরণ করল স্মৃতি চ্যারিটেবল ট্রাস্ট।
তিনদিন ব্যাপি দৌড়, স্কিপিং সহ বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা হল বহরমপুরে। শেষদিনে ক্রীড়া প্রতিযোগিতার খুদে বিজয়ীদের দেওয়া হয় পুরস্কার। সঙ্গে এলাকার দুঃস্থ মানুষদের দেওয়া হয় শীতসামগ্রীও। অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন শহরের অধ্যাপক থেকে নাট্যকর্মীরা। এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন তাঁরা।
স্মৃতি চ্যারিটেবল ট্রাস্ট ও নার্সারি শহর তথা জেলার একটি স্বনামধন্য নার্সারি। বহরমপুরের গাছ প্রেমী মানুষ সকলেই একনামে চেনেন স্মৃতি চ্যারেটেবল ট্রাস্ট ও নার্সারির কর্ণধার সাফিউল মুজনেবিনকে। গাছ নিয়েই তাঁর কাজ, বছরের বিভিন্ন সময়ে গাছ নিয়ে নানান কর্মসূচি নিয়ে থাকে এই ট্রাস্ট।
প্রকৃতিপ্রেমী সফিউল প্রতি বছরেই এইসময়ে এখানে বনভোজন আয়োজন করে থাকে তবে এই বছর তাঁর উদ্যোগেই এলাকার খুদেদের নিয়ে হয়ে গেল ক্রীড়া প্রতিযোগিতা, বনভোজন ও শীতবস্ত্র বিতরণ।