Asansol arrest আসানসোলের অস্ত্র উদ্ধারের সঙ্গে এবার তৃণমূল যোগের অভিযোগ। আসানসোলের কুলটি থানা এলাকা থেকে প্রচুর সংখ্যক কার্তুজসহ আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে রাজ্য পুলিশের বেঙ্গল এসটিএফ টিম। অস্ত্র পাচারের অভিযোগে যে দুজনকে গ্রেফতার করা হয়েছে সেই দুজনেই মুর্শিদাবাদ জেলার ডোমকলের বাসিন্দা। ধৃতদের নাম শফিকুল মন্ডল এবং মিনারুল ইসলাম। স্থানীয় সূত্রের খবর, শফিকুল মন্ডল ডোমকল পৌরসভার ক্যাজুয়াল স্টাফ এবং তৃণমূল কর্মী হিসেবে পরিচিত। তিনি ডোমকলের তৃণমূল বিধায়ক জাফিকুল ইসলামের ঘনিষ্ঠ বলেও পরিচিত । এই গ্রেফতারির পর সরব হয়েছে সিপিএম। ডোমকলের সিপিএম নেতা মুস্তাফিজুর রহমান রাণার অভিযোগ , ডোমকলে পৌরসভা নির্বাচন আসন্ন । তাই অস্ত্র আমদানি করা হচ্ছি। ওই তৃণমূল কর্মী অস্ত্র পাচারের সঙ্গে জড়িত।, সিপিএম নেতার অভিযোগ, এলাকায় অশান্তির পরিবেশ তৈরি করার উদ্দেশ্যেএই অস্ত্র আনা হচ্ছিল । এই ঘটনার ফলে ডোমকল এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। এখনও তৃণমূলের কোন প্রতিক্রিয়া মেলেনি।
Asansol arrest : এসটিএফের হাতে গ্রেফতার ডোমকলের বিধায়ক ঘনিষ্ঠ !
Published By: Imagine Desk |
Published On: