এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

বহরমপুরে শুরু হল তিনবন্ধুর চিত্র প্রদর্শনী ‘নিসর্গ’

Published on: September 6, 2023

দেবনীল সরকার, বহরমপুরঃ শিল্পীর তুলিতে উঠে এসেছে গঙ্গাভাঙনের ভয়াবহতা, আবার কোথাও পানীয় জলের হাহাকার। কখনও প্রকৃতির নিঃসঙ্গ, নিসর্গ রূপ। তাঁরা তিনবন্ধু, তিনযোদ্ধা, মুর্শিদাবাদ জেলার তিনচিত্রশিল্পী। তাঁদের তুলিতে শোভা পাচ্ছে বহরমপুরের পৌর আর্ট গ্যালারির চিত্রপ্রদর্শনী ‘নিসর্গ’। বুধবার সন্ধ্যায় বহরমপুরের পৌর আর্ট গ্যালারিতে উদ্বোধন হল জেলার তিন প্রখ্যাত চিত্রশিল্পী কৃষ্ণজিৎ সেনগুপ্ত, মহম্মদ মিজানুর রহমান ও সৌম্যেন্দ্রনাথ মণ্ডলের চিত্রকর্ম। প্রদর্শনীর নাম নিসর্গ। উদ্বোধন করলেন প্রখ্যাত আলোকচিত্র শিল্পী অতনু পাল। উদ্যোক্তাদের বাহবা দেন বিষয় নির্ভর প্রদর্শনীর জন্যে। উদ্বোধনের পরে ‘আলোকচিত্রে নিসর্গ’ বিষয়ে আলোচনাও করেন তিনি। বুধবার, উদ্বোধনের দিনেই শহরের অনেক ছবিপ্রেমী মানুষ ভিড় করেছিলেন আর্ট গ্যালারিতে। ৯ ই সেপ্টেম্বর শনিবার পর্যন্ত প্রদর্শিত হবে এই তিনশিল্পীর চিত্রকর্ম।

 

 

 

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now