এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Art Exhibition বছর শেষে চিত্রচয়নের ছবির মেলা, প্রদর্শনী বহরমপুরে

Published on: December 23, 2025
Art Exhibition 

Art Exhibition  বড়দিনের আগে শহরের গ্যালারি সেজেছে রঙিন ছবি, হাতের কাজে। শিল্পীর হাতের ছোঁয়ায় ক্যানভাসে ফুটে উঠেছে এক একটি গল্প। চিত্র, ভাস্কর্য এবং হস্তশিল্পের প্রদর্শনী নিয়ে এভাবেই বহরমপুর শহরে আসর বসল চিত্রচয়নের চিত্রকলা প্রদর্শনীর।  ৭০ জন শিল্পীর ১৫০ টি শিল্পকর্ম প্রদর্শিত হয়েছে প্রদর্শনীতে। বড়দিনের আগে চিত্রচয়নের বার্ষিক চিত্র প্রদর্শনীর সূচনা হয়ে গেল মঙ্গলবার সন্ধ্যায়। বহরমপুর শহরের পৌর আর্ট গ্যালারিতে বিশিষ্ট চিত্র শিল্পী ধ্রুবজ্যোতি বরাত, খ্যাতনামা ভাস্কর্য শিল্পী সৌমিক ভাস্কর, চিত্র শিল্পী কার্ত্তিক পাল, উৎপল দাসের উপস্থিতিতে হয়  প্রদর্শনীর সূচনা।

টিম চিত্রচয়ন

 

Art Exhibition   ২৩ ডিসেম্বর থেকে ২৭ ডিসেম্বর অবধি চলবে চিত্রচয়নের প্রদর্শনী

Art Exhibition ছবির পাশাপাশি রয়েছে বিভিন্ন হাতের কাজ। মাটির সরা, কাগজের প্লেট, কুলোয় উঠে এসেছে কারুকার্য। চিত্রচয়ন আয়োজিত এই প্রদর্শনী যেন শিল্পীদের মিলন মেলা।  প্রদর্শনী থেকেই সাধ্যের মধ্যে ঘর সাজানোর হাতের কাজ সংগ্রহেরও সুযোগ থাকছে। চিত্র চয়নের বার্ষিক চিত্র প্রদর্শনী ঘিরে উচ্ছ্বসিত শিল্প প্রেমীরাও। বিশিষ্ট ভাস্কর্য শিল্পী সৌমিক ভাস্কর বলেন, “চারা গাছের বাগান। বৃক্ষ হয়ে উঠতে বেশিক্ষণ সময় লাগবে না। মুর্শিদাবাদ বরাবরই শিল্পের জায়গা, সংস্কৃতির জায়গা। সেই জায়গাটা পরবর্তী প্রজন্ম ধরে রাখছে”। চিত্রশিল্পী ধ্রুবজ্যোতি বরাত বলেন, ” প্রতি বছর অনুষ্ঠানে আসি, এইবছর কাজের মান উঁচুর দিকে গেছে, প্রত্যেকের কাজের মধ্যে যত্ন, ভালোবাসা।”

Art Exhibition বহরমপুর পৌর আর্ট গ্যালারিতে প্রদর্শনী চলবে দুপুর ৩ টে থেকে রাত্রি ৯ টা পর্যন্ত

Art Exhibition   চিত্রশিল্পী সৌমেন্দ্রনাথ মণ্ডল বলেন, “এক বছর ধরে যে কর্মকাণ্ডের আয়োজন হয় সেই কর্মকাণ্ডের আয়োজনের সমস্ত উদ্দীপনার প্রকাশ হচ্ছে চার দেওয়ালের মধ্যে যে ছবি সাজানো হয়েছে। চিত্র চয়নের পক্ষ থেকে সমস্ত শিল্পীদের পক্ষ থেকে শহরবাসীকে আহ্বান জানাই ২৩ থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত আমাদের প্রদর্শনী চলবে। বিকেল ৩ টে থেকে রাত্রি ৯ টা পর্যন্ত। ছবি দেখুন, যদি মনে হয় কোন ছবি আপনাদের ভালো লাগছে বা আপনাদের ভালো লাগাকে ছুঁতে পেরেছে তাহলে খুব সামান্য মূল্যে বিশেষ অনুরোধ ছবিকে নিজের ঘরে নিয়ে যান।”

 

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now