রানিতলা থানায় বিক্ষোভ কংগ্রেসের । ভোটের মুখে কংগ্রেস তৃণমূল বিবাদ

Published By: Madhyabanga News | Published On:

মানোয়ারুল ইসলাম, রানিতলাঃ কংগ্রেসের দলীয় পতাকা থানার সামনে বিক্ষুব্ধ কংগ্রেস কর্মীরা। গত শনিবার কংগ্রেস কর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে রানিতলা থানায় বিক্ষোভ অবস্থান কংগ্রেসের। রবিবার সকাল থেকে থানার সামনে অবস্থানে বিক্ষুব্ধ কংগ্রেস নেতা-কর্মীরা।

জানা গিয়েছে, শনিবার দলীয় পতাকা লাগানোকে কেন্দ্র করে কংগ্রেস ও তৃণমূলের মধ্যে সংঘর্ষে উত্তপ্ত রানিতলা থানার পাহাড় গোবিন্দপুর এলাকা। দুই পক্ষের সংঘর্ষে আহত হন সাত জন। অভিযোগ এই ঘটনায় রাতেই পুলিশ দুই তৃণমূল কর্মী ও তিন কংগ্রেস কর্মীকে আটক করে। কংগ্রেসের অভিযোগ পুলিশ তৃণমূলের দুজনকে ছেড়ে দিলেও কংগ্রেসের তিন কর্মীকে কোর্টে পাঠায়। কংগ্রেস কর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে থানার সামনে রবিবার সকালে বিক্ষোভ দেখায় কংগ্রেস নেতৃত্ব।