সুতি থেকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার দুই সক্রিয় মাও নেতা

Published By: Madhyabanga News | Published On:

মুর্শেদ হাসান, সুতিঃ মুর্শিদাবাদের সুতি থানা এলাকায় তল্লাশি চালিয়ে দুই মাওবাদী নেতা মন্টু মল্লিক ও প্রতীক ভৌমিককে শনিবার গ্রেপ্তার করল কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি ৭.৬২ এমএম পিস্তল ও ৫ টি বুলেট।পুলিশ জানিয়েছে, ধৃতদের মধ্যে মন্টু মল্লিক ওরফে রবি দক্ষিণ শহরতলির সরশুনা এলাকার পাড়ুইপাড়া রোডের বাসিন্দা। প্রতীক ভৌমিক ওরফে কাঞ্চন ওরফে সাগর ওরফে অসীমের বাড়ি নদিয়ার ধানতলায়। এর আগেও প্রতীক কলকাতা পুলিশের এসটিএফের হাতে অস্ত্র-সহ গ্রেপ্তার হয়েছিল বলে দাবি পুলিশের।  ওই যুবক মাওবাদী কার্যকলাপের সঙ্গে যুক্ত বলে সেই সময়ই সন্দেহ হয় তাদের। কিন্তু প্রমাণ না পাওয়ায় গোয়েন্দাদের নজরে ছিল তার ওপর। নজরদারির পাশাপাশি  মোবাইলের সূত্র ধরে গোয়েন্দারা নিশ্চিত হন যে, ঝাড়খণ্ড ও এই রাজ্যের মাওবাদী কার্যকলাপের সঙ্গে যুক্ত প্রতীক।এসটিএফের সূত্র জানিয়েছে, সূত্র মারফৎ গোয়েন্দাদের কাছে খবর আসে যে, শনিবার গভীর রাতে মুর্শিদাবাদের সুতি এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কের কাছে একটি গোপন আস্তানার দিকে যাচ্ছে দুই মাওবাদী নেতা। সেই খবরের ভিত্তিতেই পুলিশ সুতিতে হানা দেয়। সুতির আহিরহাট গ্রাম দিয়ে বাইকে করে যাওয়ার সময় অস্ত্র-সহ মন্টু ও প্রতীককে এসটিএফ গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে বাইক ও  হাজার চল্লিশেক টাকা উদ্ধার করা হয়। রবিবার ধৃতদের বিশেষ আদালতে তোলা হলে বিচারক তাদের পুলিশ হেফাজতের নির্দেশ দেয়।