Arrest Bangladeshi সীমান্তে ঘুরুঘুর ! রানিনগরে ফের গ্রেফতার বাংলাদেশি । মুর্শিদাবাদের রানিনগরের সীমান্ত এলাকা থেকে আবারও গ্রেপ্তার বাংলাদেশি অনুপ্রবেশকারী। তাঁকে সহায়তা করার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে এক ভারতীয়কেও। পুলিশ সূত্রে জানা গিয়েছে গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার সন্ধ্যায় রানিনগরের কাতলামারী ২ গ্রাম পঞ্চায়েতের ডিগ্রি ঘোষপাড়া গ্রামে অভিযান চালান হয়। সেখানে সন্দেহজনক অবস্থায় ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ হওয়ায় পুলিশ দুজনকে আটক করে। এর মধ্যে একজন বাংলাদেশি যুবক। কেন ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় ঘুরঘুর করছিল এই যুবক ? খোঁজ চালাচ্ছে পুলিশ।
Arrest Bangladeshi কেন গ্রেফতার ?
ধৃত বাংলাদেশি যুবক কোন বৈধ কাগজপত্র দেখাতে না পাড়ায় তাকে গ্রেপ্তার করা হয়। তাকে সীমান্ত পার করতে সহায়তা করার অভিযোগে এক ভারতীয়কেও গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে আরও জানার গিয়েছে ধৃত মারুফ আলি বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জের Chapainawabganj District বাসিন্দা। অন্যদিকে আনসার আলি লালগোলার বাসিন্দা। কিভাবে কী কারনে ঐ বাংলাদেশি যুবক ভারতে এলো তা খতিয়ে দেখছে পুলিশ। বুধবার ধৃতদের লালবাগ কোর্টে পাঠায় পুলিশ।
Arrest Bangladeshi আরও পড়ুনঃ Bangladeshi Arrest: মুর্শিদাবাদে বাংলাদেশি গ্রেফতার, তরজায় কংগ্রেস, বিজেপি, তৃণমূল
গোপন সূত্রে খবর পেয়ে ১৪ অক্টোবর গভীর রাতে লালগোলার তারানগরে অভিযান চালায় লালগোলা থানার পুলিশ। সেখান থেকে গ্রেপ্তার করা হয় চার বাংলাদেশিকে। তাঁদের কাছে ছিল না কোন বৈধ কাগজপত্র। ধৃত মহম্মদ রফিক , মহম্মদ আলামিন, জাহাঙ্গির শেখ ও রাহুল শেখ বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা। বাংলাদেশিদের অবৈধ ভাবে ভারতে ঢুকতে সহায়তা করার লালগোলার বাসিন্দা হক সাহেব শেখ নাকে এক ভারতীয়কেও গ্রেপ্তার করেছে পুলিশ। ৮ অক্টোবর – বুধবার মুর্শিদাবাদ জেলায় ১ রাতে গ্রেফতার হয়েছিল ৬ বাংলাদেশি নাগরিক।
রানিনগর থানার পুলিশ ৪ বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করে। ডোমকল থানার পুলিশ গ্রেফতার করে বাংলাদেশের ২ নাগরিককে।










