নিজস্ব সংবাদদাতা, খড়গ্রামঃ আগ্নেয়াস্ত্র ও গুলি সহ এক দুষ্কৃতিকে গ্রেফতার করেছে খড়গ্রাম থানার পুলিশ। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে ৪টি আগ্নেয়াস্ত্র ও ২ রাউন্ড গুলি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে সোমবার রাতে খড়গ্রামের জাহাঙ্গীরপুর মোড় এলাকায় অভিযান চালায় পুলিশ। গ্রেফতার করা হয় মিনারুল খামারুকে। ধৃতের কাছ থেকে উদ্ধার হয় ৩টি ওয়ানসার্টার, ১টা পাইপগান ও ২ রাউন্ড গুলি। ধৃত ব্যক্তি খড়গ্রামের রুহিগ্রামের বাসিন্দা বলে জানায় পুলিশ। মঙ্গলবার ধৃতকে ৫ দিনের হেফাজত চেয়ে কান্দি কোর্টে পাঠায় পুলিশ। কি কারণে আগ্নেয়াস্ত্র নিয়ে ঘুরছিল ওই ব্যক্তি তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান খড়গ্রাম থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক।