Harihapara incident হরিহরপাড়ার রুকুনপুর মাঠপাড়া এলাকা। এই এলাকারই বাসিন্দা পেশায় ব্যবসায়ী সাফিউল মণ্ডল। তাঁর সাথেই ঘটল হাড়হিম করা ঘটনা! কী অভিযোগ তাঁর? কী ঘটেছিল রবিবার গভীর রাতে? জানা যায়,নিজের বাড়িতেই দুষ্কৃতি হামলায় গুরুতর আহত হন সাফিউল মণ্ডল। তাঁর অভিযোগ, বাড়িতে ছিলেন। আচমকাই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়। বাইরে বেরোতেই অতর্কিতে হামলা চালায় দুষ্কৃতি। মুখঢাকা অবস্থায় ধারাল অস্ত্র নিয়ে তার উপর হামলা চালানো হয় বলে অভিযোগ। চিৎকার শুনে ছুটে আসেন স্থানীয়রা। যদিও ঘটনাস্থল থেকে পালিয়ে যায় দুষ্কৃতি। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করেন পরিবার, পরিজনেরা। হরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। মাথায় এবং হাতে আঘাত গুরুতর।
Harihapara incident এই হামলার পেছনে কী সন্দেহ করছে আহতের পরিবার? পূর্ব পরিকল্পিত ভাবেই কি টার্গেট করা হয়েছিল ব্যবসায়ীকে? আহতের এক আত্মীয় মামন মল্লিক জানান, চুরি, ছিনতাইয়ের পরিকল্পনা নয়, ব্যক্তিগত আক্রোশ থেকেই খুনের পরিকল্পনা ছিল বলে অনুমান করা হচ্ছে। বাড়িতে ঢুকে ব্যবসায়ীকে কোপানোর ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। কী কারণে ব্যবসায়ীর উপর হামলা হল তা খতিয়ে দেখছে হরিহরপাড়া থানার পুলিশ।