নিজস্ব সংবাদদাতা, বহরমপুরঃ টিভিতে দেখা এরিয়াল অ্যাক্ট এবার বহরমপুর রবীন্দ্র সদনে। ১৩ জুন মঙ্গলবার বহরমপুর রবীন্দ্রসদনে বসতে চলেছে ‘হিপহপ ড্যান্স’-এর আসর। আয়োজনে ‘HIPHOP DANCE CREW’। মঙ্গলবার এই অনুষ্ঠানে ছোট থেকে বড়ো সকলে একসাথে মেতে উঠবে হিপহপ নাচের তালে। এই উৎসবে সামিল হচ্ছে ইন্টারন্যাশনাল গোল্ড মেডেলিস্ট ডান্সার স্বর্নাভ চক্রবর্তী ও মুর্শিদাবাদের প্রতিভাবান ডান্সার রেইজ হোসেন।
আয়োজকদের দাবী, বহরমপুর এবার নতুন কিছু দেখতে চলেছে । অনুষ্ঠানে হিপহপ তো থাকছেই, সাথে থাকছে ফোক, কনটেম্পোরারি ড্যান্স, এরিয়াল অ্যাক্ট, পপিং সহ নানান চমক। আয়োজকরা বহরমপুরবাসীকে আমন্ত্রণ জানাচ্ছে নতুন কিছু দেখতে আসার জন্য। HIPHOP DANCE CREW-এর প্রশিক্ষক শুভ বিশ্বাস জানান, “বহরমপুরের মানুষ আশাকরি একটা সন্ধ্যা ভালো নাচ দেখবে। কয়েকটা ঘন্টা দর্শকরা ভালো উপভোগ করবে এটুকু বলতে পারি।”