Apple iphone 16 pro discount স্মার্টফোনপ্রেমীদের জন্য বড় সুখবর। ফ্লিপকার্টের End of Season Sale-এ এবার চোখ ধাঁধানো ছাড় পাওয়া যাচ্ছে অ্যাপলের প্রিমিয়াম স্মার্টফোন iPhone 16 Pro-এ। ১২ ডিসেম্বর থেকে শুরু হয়ে ২১ ডিসেম্বর পর্যন্ত চলা এই সেলে ব্যাঙ্ক অফার ও পুরনো ফোন এক্সচেঞ্জ মিলিয়ে ফোনটি কার্যত ৭০ হাজার টাকারও কম দামে কেনার সুযোগ তৈরি হয়েছে।
আরও পড়ুনঃ সামসেরগঞ্জে এক যুবকের কাছে ৩৯ টা আইফোন !
Apple iphone 16 pro discount ফ্লিপকার্টে বর্তমানে ১২৮ জিবি স্টোরেজযুক্ত iPhone 16 Pro-এর মূল্য ১,০৯,৯০০ টাকা। তবে Flipkart Axis Bank ক্রেডিট কার্ড ব্যবহার করলে সঙ্গে সঙ্গে ৪,০০০ টাকা ছাড় মিলছে। এর পাশাপাশি পুরনো স্মার্টফোন এক্সচেঞ্জ করলে ফোনের অবস্থা ও পিনকোড অনুযায়ী সর্বোচ্চ ৬৮,০৫০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ ভ্যালু পাওয়া যেতে পারে। এই দুটি সুবিধা একসঙ্গে প্রয়োগ করলে ফোনটির কার্যকর দাম নেমে আসছে ৭০ হাজার টাকার অনেক নিচে, যা অ্যাপল ফোনের ক্ষেত্রে বিরল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
Apple iphone 16 pro discount Attractions আকর্ষণীয় আই ফোন
যদিও এটি অ্যাপলের লেটেস্ট মডেল নয়, তবুও iPhone 16 Pro এখনও শক্তিশালী পারফরম্যান্স, প্রিমিয়াম ডিজাইন ও দীর্ঘমেয়াদি সফটওয়্যার আপডেটের কারণে বাজারে সমান জনপ্রিয়। কম দামে এই ফোন পাওয়া যাওয়ায় মধ্যবিত্ত ও প্রযুক্তিপ্রেমী ক্রেতাদের কাছে এটি বিশেষ আকর্ষণের হয়ে উঠেছে।
Apple iphone 16 pro ডিজাইন ও ডিসপ্লে
iPhone 16 Pro-এ রয়েছে টাইটানিয়াম ফ্রেম ও ম্যাট ফিনিশ কাচের ব্যাক প্যানেল। ফোনটি ব্ল্যাক, হোয়াইট, ন্যাচারাল ও ডেজার্ট টাইটানিয়াম—এই চার রঙে উপলব্ধ। ৬.৩ ইঞ্চির Super Retina XDR OLED ডিসপ্লেতে ১২০ হার্জ ProMotion রিফ্রেশ রেট, HDR10 ও Dolby Vision সাপোর্ট রয়েছে। বাইরে রোদে সর্বোচ্চ ২,০০০ নিটস উজ্জ্বলতা ফোন ব্যবহারে বাড়তি সুবিধা দেয়।
Apple iphone 16 pro পারফরম্যান্স ও ক্যামেরা
A18 Pro চিপসেটের সঙ্গে ৬-কোর CPU, ৬-কোর GPU ও ১৬-কোর Neural Engine ফোনটিকে অত্যন্ত দ্রুত ও স্মুথ করে তুলেছে। ক্যামেরা বিভাগে ৪৮ মেগাপিক্সেল মেইন ক্যামেরা, ৪৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড ও ৫x টেলিফটো লেন্স বিশেষভাবে উল্লেখযোগ্য। 4K Dolby Vision ও ProRes ভিডিও রেকর্ডিং ফোনটিকে ভিডিওগ্রাফারদের কাছেও আকর্ষণীয় করে তুলেছে।















