মধ্যবঙ্গ নিউজ ডেস্কঃ অনলাইনে অ্যাপ ডাউনলোড করে প্রায় লক্ষাধিক টাকা প্রতারণার শিকার হলেন ফারাক্কার এক শিক্ষিকা । প্রতারণার পর ফরাক্কা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই শিক্ষিকা ।
উত্তর ২৪ পরগনার বারাসাতের বাসিন্দা পেশায় স্কুল শিক্ষিকা নবনীতা সরকার ফরাক্কা ব্যারেজের প্রজেক্ট আবাসনে থাকেন । রবিবার রাতে শিক্ষিকার মোবাইলে একটি মেসেজ আসে। মেসেজে বলা হয়, বিদ্যুৎ সংক্রান্ত এটি বিল-এর সমস্যা হওয়ায় তার বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন করে দেওয়া হবে।
তারপর রাতের বেলায় হোয়াট্ অ্যাপে মেসেজ আসার পর ওই নম্বরে শিক্ষিকা সকালে ফোন করেন ।
উলটোদিক থেকে, শিক্ষিকাকে তার নিজের মোবাইলে একটি অ্যাপ ডাউনলোড করতে বলা হয় । অ্যাপ ডাউনলোড করার পর শিক্ষিকাকে দশ টাকা পেমেন্ট করতে বলা হয় বলে অভিযোগ ।
শিক্ষিকা তার মোবাইল থেকে ডেবিট কার্ডের মাধ্যমে দশ টাকা পেমেন্ট করার পরপরই শিক্ষিকার অ্যাকাউন্ট থেকে ধাপে ধাপে প্রায় ৯৯, ৫১০ টাকা গায়েব হয়ে যায় বলে অভিযোগ শিক্ষিকার ।
ওই শিক্ষিকা এরপরই ব্যাঙ্কের সাথে যোগাযোগ করেন। এই ঘটনায় ফারাক্কা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই স্কুল শিক্ষিকা।