এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

Anubrata Mondal Arrest: গ্রেফতার অনুব্রতঃ গরু নিয়ে মিছিল SFI, DYFI ‘এর, তৃণমূলকে পাচার খোঁচা

Published on: August 12, 2022

বেদান্ত চট্টোপাধ্যায়ঃ বহরমপুরঃ মিছিলের সামনে আসত একটা গরু। তাকে অভয় দিয়ে লেখা, “বন্ধু আর ভয় নেই”। সেই গরু নিয়েই বহরমপুরে মিছিল করল এসএফআই ও ডিওয়াইএফআই । গরুপাচার কান্ডে তৃণমূল কংগ্রেস নেতা অনুব্রত মণ্ডলের গ্রেফতারিকে হাতিয়ার করে আক্ষতির অর্থেই গরু পথে নামল বামেরা । সিপিএমের ছাত্রযুব সংগঠনের ডাকে শুক্রবার বিকেলে মিছিল চুনাখালী পার্ক থেকে নিমতলা পর্যন্ত পরিক্রমা করে।

গরুর গলায় অনুব্রত মণ্ডলের ছবি সাঁটিয়ে এগয় মিছিল। মিছলে ছিল ঢাকও। চরাম চরাম ঢাক বাজিয়ে মিছিলে সেলিব্রেশানে মাতলেন সকলে। যুবনেতা সৈয়দ নুরুল হাসান বলেন, “ আমরা চাইছি আমাদের জেলাতেও গরু পাচার নিয়ে তদন্ত হোক। তৃণমূলের অনেক নেতাকেই জেলে যেতে হবে”।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now