এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

সামশেরগঞ্জে ফের ভয়াল ভাঙন ! আতঙ্কিত নদীপাড়ের বাসিন্দারা ।

Published on: August 18, 2023

মধ্যবঙ্গ নিউজ ডেস্কঃ জলস্তর বাড়তেই ভাঙন আতঙ্কে ত্রস্থ মুর্শিদাবাদের সামসেরগঞ্জের বাসিন্দারা। ফি বছরের মতো ফের এই বছরেও ভয়াবহ নদী ভাঙনের কবলে সামশেরগঞ্জের মানুষ। নতুন করে আবার ভাঙন শুরু হওয়ায় স্থানীয়রা অনেকেই বাড়ি ঘর আশ্রয় ছেড়ে অন্যত্র চলে যাচ্ছেন। ভাঙনের আতঙ্কে ঘুম উড়েছে সামশেরগঞ্জের মহেশটোলা, ঘনশ্যামপুর ও দেবীদাসপুর এলাকার বাসিন্দাদের।

সূত্রের খবর, বেশ কিছু দিন থেকে গঙ্গায় জলস্তর বাড়তে শুরু করেছে। বৃহস্পতিবার রাত থেকে নতুন করে গঙ্গা ভাঙন দেখা দিয়েছে সামসেরগঞ্জের মহেশটোলা, ঘনশ্যামপুর ও দেবীদাসপুর এলাকায়। ইতিমধ্যেই বেশ কিছু জমি ও গাছ এমনকি বসত বাড়িরও নদী গর্ভে তলিয়ে গিয়েছে।

পঞ্চায়েত ভোটের আগে মালদায় প্রশাসনিক মিটিং সেরে সামসেরগঞ্জে ভাঙন দুর্গত এলাকা পরিদর্শনে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে ১০০ কোটি টাকা ভাঙন রোধের খাতে খরচের প্রস্তাবও করেন। তারপরেও নতুন করে ভাঙনের আতঙ্কে দিন গুনছেন সামশেরগঞ্জের নদীপাড়ের বাসিন্দারা। কবে হবে সমাধান? ক্ষোভ বাড়ছে সামসেরগঞ্জের মহেশটোলা সহ ভাঙন দুর্গত এলাকার বাসিন্দাদের মধ্যে।

 

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now