নিজস্ব প্রতিবেদনঃ অতিরিক্ত জেলাশাসক হয়েছিলেন এর আগে। এবার নদীয়ার জেলাশাসক হচ্ছেন অনীশ দাসগুপ্ত। ২০১৬ সালের এই আইএএস ক্যাডারের ব্যাচ অনীশ দক্ষিণ চব্বিশ পরগণার অতিরিক্ত জেলাশাসক হন। এর আগে তিনি তেহট্টে মহকুমাশাসক হয়েছিলেন। নদীয়ায় অতিরিক্ত জেলাশাসকও হন।
অনিশ দাশগুপ্ত ( Aneesh Dasgupta ) ২০১৬ ব্যাচের IAS । তিনি দক্ষিণ চব্বিশ পরগণা জেলার অতিরিক্ত জেলা শাসক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তার আগে নদীয়ার তেহট্টের মহকুমা শাসক হিসেবেও কাজ করেছেন। অনীশ দাশগুপ্তর জন্ম ১৯৮৮ সালে। আইআইটি কানপুর (IIT Kanpur) থেকে Metallurgy নিয়ে ইঞ্জিনিয়ারিং পড়েছেন তিনি । এর আগে নদীয়ার জেলা শাসক ছিলেন শ্রী এস অরুণ প্রসাদ। তিনি পশ্চিমবঙ্গের অ্যাডিশনাল চিফ ইলেকটোরাল অফিসার হিসেবে দায়িত্ব পেয়েছেন। তাঁর জায়গায় নদীয়ার জেলা শাসক হয়ে এসেছেন অনিশ দাশগুপ্ত ( Aneesh Dasgupta IAS ) ।
নতুন জেলা শাসককে শুভেচ্ছা জানাতে দেখা গিয়েছে কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রকে।