Anirban Datta Case বহরমপুরে চিকিৎসকের মৃত্যুতে উচ্চপর্যায়ের তদন্তের দাবি ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরামের। পোস্টমর্টেম না হওয়ায় মৃত্যুর কারণ নিয়ে প্রশ্ন।২৫ শে জুন বহরমপুর Berhampore ইন্দ্রপ্রস্থ এলাকায় শ্বশুরবাড়ি থেকে উদ্ধার হয় ডা: অনির্বাণ দত্তের মৃতদেহ । বর্তমান স্ত্রী ডা: অর্চিতা ব্যানার্জী জানান আকস্মিক হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে অনির্বাণের । তার শ্বশুড়বাড়ির পাশের একটি নার্সিং হোমে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। যদিও তার মৃত্যুর শংপত্র দেন স্থানীয় এক হোমিও চিকিৎসক। ঐ দিন দুপুরেই বহরমপুরের খাগড়াঘাট শ্মশানে শেষকৃত্য হয়।
বুধবার বহরমপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন প্রয়াত চিকিৎসকের প্রথম স্ত্রী ডা: শর্মি চট্টোপাধ্যায়। তার অভিযোগ ডা: অনির্বাণ দত্তের ২৫ শে জুন মঙ্গলবার বহরমপুরে তার শ্বশুড়বাড়ি থেকে মৃত দেহ উদ্ধারের পর তার ছেলেকে কোন রকম পারলৌকিক শেষকৃত্যের সুযোগটুকু পর্যন্ত করতে দেওয়া হয়নি। একই প্রশ্ন তুলে স্বাস্থ্য দপ্তরের Health Department সচিবের কাছে উচ্চ পর্যায়ের তদন্তের দাবি জানিয়েছে ডক্টরস ফোরাম। ডক্টরস ফোরামের আরও প্রশ্ন কেন করা হয় নি পোস্ট মর্টেম ?ডেথ সার্টিফিকেটে উল্লেখিত মৃত্যুর কারণ নিয়েও সন্দেহ প্রকাশ করেছে ডক্টরস ফোরাম। মৃতের ছেলেকে মৃত্যু সম্পর্কে সময় মতো জানানো হয় নি বলে দাবি ডক্টরস ফোরামের। চিকিৎসকের মৃত্যুর প্রকৃত সত্য সামনে আনার দাবি জানানো হয়েছে ডক্টরস ফোরামের পক্ষ থেকে।