এখন খবরমধ্যবঙ্গ নিউজপরিবেশবিনোদনহেলথ ওয়াচখেলাঘরে বাইরেলাইফস্টাইলঅন্যান্য

হরিহরপাড়ায় পথ দুর্ঘটনায় মৃত্যু এক বৃদ্ধার

Published on: December 5, 2023

নিজস্ব সংবাদদাতা, হরিহরপাড়াঃ ব্যাঙ্কে যাওয়ার পথে বাইকের ধাক্কায় প্রাণ গেল এক বৃদ্ধার। ঘটনাটি ঘটেছে হরিহরপাড়ায়। মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে মৃত্যু হয় মারুফা বেওয়ার (৬০)। জানা গিয়েছে হরিহরপাড়ার আব্দুলপুর গ্রামের বাসিন্দা মারুফা বিবি সোমবার দুপুরে ব্যাঙ্কে যাচ্ছিলেন। একাই হেঁটে রাস্তার পাশ দিয়ে যাচ্ছিলেন ওই বৃদ্ধা। পথে পিছন থেকে একটি মোটর বাইক মহিলাকে ধাক্কা মারে। এতেই গুরুতরভাবে আহত হন বৃদ্ধা।

স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে। মৃতের বোন জান্নাতা বিবি জানান, ‘ব্যাঙ্ক থেকে ফেরার পথে ঘটে এই ঘটনাটি। কীভাবে হয়েছে সঠিক আমিও জানিনা। কিন্তু যে ধাক্কা মেড়েছে সে দাঁড়ায়নি। আমার দিদিকে ঐ অবস্থায় ফেলে চলে গিয়েছে। যদি দাঁড়িয়ে তুলত হাসপাতাল পর্যন্ত নিয়ে যেত তাহলে হয়ত বেঁচে যেত আমার দিদিটা।’

অবস্থার অবনতি হওয়ায় পরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হলে বিকেলে সেখানেই মৃত্যু হয় তাঁর। দুর্ঘটনায় বৃদ্ধার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবার জুড়ে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now