নিজস্ব সংবাদদাতা, সাগরদিঘিঃ সাত সকালে সাগরদিঘিতে এক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক বৃদ্ধের।আহত আর ও তিন।বুধবার সকালে ঘটনাটি ঘটেছে সাগরদিঘির কালিয়াডাঙা এলাকায়।মৃতের নাম মদন দাস(৫৫)।বাড়ি সাগরদিঘি রামনগর এলাকায়।
পুলিশ সূত্রে জানা যায়,বর্ধমান থেকে ডাক্তার দেখিয়ে মদন দাস চারচাকা গাড়িতে চেপে নিজের বাড়ি সাগরদিঘির রামনগরে ফিরছিলেন। কালিয়াডাঙা এলাকায় তার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের নয়ানজুলি পড়ে যায়।ঘটনায় আহত হন গাড়ির চালক সহ মোট চারজন।তাদেরকে তড়িঘড়ি জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা।এরপর সেখানে থাকা চিকিৎসক মদন দাসকে মৃত বলে ঘোষণা করে।
সাগরদিঘিতে পথ দুর্ঘটনায় মৃত্যু এক বৃদ্ধের
Published By: Madhyabanga News |
Published On: