নিজস্ব সংবাদদাতা, বেলডাঙাঃ দ্রুত গতিতে আসা বাইকের ধাক্কায় বেলডাঙায় মৃত্যু হল বৃদ্ধের। রবিবার সন্ধ্যায় বেলডাঙার বড়ুয়া কলোনি এলাকায় জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটে। জানা গিয়েছে এদিন সন্ধ্যায় বড়ুয়া কলোনি এলাকার বাসিন্দা ওই বৃদ্ধ হোসেন সেখ রাস্তা পার হচ্ছিলেন। তিনি পেশায় ভ্যান চালক। প্রত্যক্ষদর্শীদের দাবি, সেই সময় দ্রুত গতিতে আসা বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে ওই ব্যক্তিকে ধাক্কা মারে। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে বেলডাঙা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তাকে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।
বেলডাঙায় জাতীয় সড়কে বাইকের ধাক্কায় মৃত্যু বৃদ্ধের
Published By: Madhyabanga News |
Published On:
