নিজস্ব সংবাদদাতা, বহরমপুরঃ বাসের ধাক্কায় মৃত্যু হল প্রাক্তন এক সেনা কর্মীর। নদীয়ার পলাশি তেজনগর এলাকায় মঙ্গলবার দুপুরে ঘটে এই দুর্ঘটনা। জানা গিয়েছে নদীয়ার কালীগঞ্জের মুলান্দি এলাকার বাসিন্দা প্রাক্তন সেনা কর্মী মোস্তাফিজুর রহমান। ওই দিন দুপুরে তিনি তেজনগর এলাকায় বাসের ধাক্কায় গুরুতর আহত হন।
প্রথমে তাঁকে পলাশিপাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় তাঁকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হলে রাতে সেখানেই তাঁর মৃত্যু হয়। বুধবার বহরমপুরে তার দেহ ময়না তদন্ত করা হয়। দুর্ঘটনায় প্রাক্তন সেনা কর্মির মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবার জুড়ে।
বাসের ধাক্কায় মৃত্যু প্রাক্তন সেনাকর্মীর মুর্শিদাবাদ মেডিক্যালে
Published on: December 27, 2023










