AMU Murshidabad মুর্শিদাবাদের আহিরণে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামোগত উন্নয়ন, পঠন পাঠন সহ একাধিক বিষয় নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে সাক্ষাৎ করলেন মুর্শিদাবাদের সাংসদ আবু তাহের খান এবং জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান সহ তৃণমূলের একাধিক সাংসদ । সঙ্গে ছিলেন আলিগড় মুসলিম ইউনিভার্সিটির রেজিস্ট্রার , মুর্শিদাবাদ ক্যাম্পাসের ডাইরেক্টর ড. মহম্মদ মাহাবুর রহমান Dr. Md Mahboobur Rahman । ছিলেন তৃণমূলের রাজ্য সভার সাংসদ সামিরুল ইসলাম Samirul Islam ।
ছিলেন বোলপুরের সাংসদ অসিত মাল, আরামবাগ লোকসভার সাংসদ মিতালী বাগ । তৃণমূল সাংসদদের প্রতিনিধি দল মঙ্গলবার আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে যান। সেখানেই সাক্ষাৎ করেন বিশ্ব বিদ্যালয়ের উপাচার্য নাইমা খাতুনের সঙ্গে Prof. Naima Khatoon সঙ্গে। বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামো নিয়ে দীর্ঘ সময় কথা হয়। দাবি সনদও তুলে দেওয়া হয় উপাচার্যের হাতে। এই বিশ্ববিদ্যালয় নিয়ে জেলার শিক্ষামহলেরও একাধিক দাবি রয়েছে।
AMU Murshidabad কী দাবি শিক্ষা মহলের ?
মুর্শিদাবাদের আহিরণে রয়েছে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস । ২২৮ একর জমির উপর রয়েছে এই ক্যাম্পাস। ২০১১ থেকেই পড়ানো হয় বিএ-এলএলবি এবং এমবিএ। ২০১৩ থেকে এই ক্যাম্পাসে বিএড পড়ানো শুরু হয়। তবে শিক্ষা মহলের দাবি, এই ক্যাম্পাসের শিক্ষা পরিকাঠামো উন্নয়নের অভাবে ধুঁকছে। আরও বেশি কোর্স চালু করার দাবিও রয়েছে।