Amrit Bharat মুর্শিদাবাদের একাধিক স্টেশনের অমৃত ভারত প্রকল্পের কাজ পরিদর্শনে পূর্ব রেলের মালদা ডিভিশনের ডিআরএম বিকাশ চৌবে সহ রেলের উচ্চপদস্থ আধিকারিকেরা। সোমবার দিনভর তারা নিউ ফারাক্কা, ধুলিয়ান গঙ্গা, পোড়াডাঙ্গা এবং জঙ্গিপুর রোড সহ বিভিন্ন স্টেশন পরিদর্শন করেন। রেলের উচ্চপদস্থ আধিকারিকদের সাথে নিয়ে আধুনিক ষ্টেশনে যাত্রী সুরক্ষা থেকে, যাত্রীদের নিরাপত্তা ক্ষতিয়ে দেখেন। অমৃত ভারত প্রকল্পের কাজের গতিপ্রকৃতির খোঁজ খবর নেন তারা।
Amrit Bharat: অমৃত ভারতের কাজ পরিদর্শনে মালদা ডিভিশনেরর ডিআরএম
Published on: July 9, 2024













