সাগরিদিঘতে সংঘাতে নয়া সভাপতি মেহবুব

Published By: Madhyabanga News | Published On:

মধ্যবঙ্গ নিউজ ডেস্কঃ  ফের তৃণমূলের ব্লক সভাপতি বদল মুর্শিদাবাদের সাগরদিঘিতে। শামসুল হুদাকে সরিয়ে সভাপতি করা হল সাগরদিঘির বিধায়ক ঘনিষ্ট মেহবুব আলমকে। ২০২১ এর বিধানসভা নির্বাচনে মিম’এর হয়ে সাগরদিঘিতে ভোটে দাঁড়িয়েছিলেন মেহবুব আলম। তবে ২০২৩ এর  ৬ ফেব্রুয়ারি মিম ছেড়ে ফের তৃণমূলে যোগ দেন তিনি। সেই নির্বাচনে তৃণমূল প্রার্থী দেবাশিস বন্দোপাধ্যাকে হারিয়ে  কংগ্রেসের প্রতীকে জেতেন বাইরন বিশ্বাস। পরে তৃণমূলে যোগ দেন বাইরন। উপনির্বাচনের পর ব্লক সভাপতির পদ থেকে সরানো হয় দেবাশিস বন্দোপাধ্যায়কেও ।  ব্লক সভাপতি হন মেহবুব আলম। এবার সরানো হল তাকেও। কিন্তু কেন এই বদল ?

তৃণমূল সূত্রে খবর, সাগরদিঘি পঞ্চায়েত সমিতির সভাপতি কে হবেন ?  সেই প্রশ্নেই তৃণমূলের বিধায়কের গোষ্ঠী ও ব্লক সভাপতির   গোষ্ঠীর মধ্যে দেখা দেয় বিবাদ।  সেই বিবাদের জেরেই হয়তো  সরানো হল সামসুল হোদাকে। নতুন সভাপতি করা হল  মেহবুব আলমকে।  ২০২১ এর আগে অবশ্য তৃণমূল করতেন মেহবুব আলম। ছিলেন  সাগরদিঘি পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ ।  তবে তৎকালীন বিধায়ক সুব্রত সাহার সাথে দ্বন্দ্বে ছাড়েন দল। হন মিম’এর ব্লক সভাপতি। এবার হলেন তৃণমূলের ব্লক সভাপতি। তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়, সাগরদিঘি ব্লক তৃণমূলের  সহ সভাপতি হচ্ছেন  কিসমত আলি ।