Amader Para Amader Samadhan বেলডাঙার ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচিতে মন্ত্রী পুলক রায়

Published By: Imagine Desk | Published On:

Amader Para Amader Samadhan মুর্শিদাবাদের বেলডাঙা ১ নম্বর ব্লকে ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ এ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দূত হয়ে এলেন রাজ্যের  জনস্বাস্থ্য কারিগরী দফতরের মন্ত্রী পুলক রায় Minister Pulak Roy। ঘুরলেন শিবির। শুনলেন সমস্যা। সারা রাজ্যের সাথে মুর্শিদাবাদ জেলাতেও ২ রা আগস্ট থেকে শুরু হয়েছে ‘ আমাদের পাড়া, আমাদের সমাধান কর্মসূচী।’ এবার এই কর্মসূচীর কার্যকারিতা ও মাঠপর্যায়ের বাস্তবায়ন পর্যবেক্ষণে সরাসরি নামলেন রাজ্যের মন্ত্রী। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন এবার থেকে প্রতিটি জেলায় একজন করে মন্ত্রী সরাসরি ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ শিবিরে গিয়ে মানুষের অভিযোগ শুনবেন এবং সমাধানের তদারকি করবেন। ঠিক সেই নির্দেশ মতোই বুধবার বেলডাঙার যুব কল্যাণ স্টেডিয়ামে পাড়ার সমাধানে হাজির মন্ত্রী পুলক রায়। মন্ত্রী বলেন, ‘ সর্বস্তরের মানুষ উপস্থিত হয়ে তাদের যে অধিকার দিয়েছেন মুখ্যমন্ত্রী, সেই অধিকারের জন্য তারাও অংশগ্রহণ করেছেন। আমি নিজে অভিভূত শুধু নই, কৃতজ্ঞতা জানাচ্ছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, এত সুন্দর একটা প্রকল্প  বাংলার মানুষের ঘরে পৌঁছে দেওয়ার জন্য।’

 

Amader Para Amader Samadhan মন্ত্রী আসায় ভিড় করলেন অসংখ্য মানুষ। পাড়ায় সমাধানে উপস্থিত ছিলেন বেলডাঙার বিধায়ক হাসানুজ্জামান সেখ, রেজিনগরের বিধায়ক রবিউল আলম চৌধুরী, বেলডাঙা পৌরসভার চেয়ারম্যান অনুরাধা হাজরা ব্যানার্জী, মুর্শিদাবাদ জেলা পরিষদের সহকারী সভাধিপতি  আতিকুর রহমান সহ স্থানীয় জনপ্রতিনিধিরা। এছাড়াও ছিলেন অতিরিক্ত জেলশাসক মুর্শিদাবাদ, বহরমপুর সদর মহকুমা শাসক, বেলডাঙা ১ নম্বর ব্লকের বিডিও, পুলিশ কর্তারা।

ক্যাম্প ঘুরে দেখেন মন্ত্রী

 

Amader Para Amader Samadhan এদিন সরাসরি ক্যাম্প ঘুরে দেখেন মন্ত্রী পুলক রায়। ক্যাম্পে সরকারি বিভিন্ন প্রকল্পে নিযুক্ত কর্মীদের সাথে কথা বলেন। মন্ত্রী পুলক রায় এদিন কেন্দ্রীয় সরকারের বঞ্চনারও অভিযোগ করেন। মন্ত্রী বলেন, ‘ জনস্বাস্থ্য কারিগরী দফতরের দায়িত্বে আছি। ২০২৪ এর ১৩ ই আগস্ট থেকে আজ অব্ধি  বরাদ্দ একটা টাকাও দেয় নি। উল্টে মুখ্যমন্ত্রী রাজ্য সরকার দিয়ে সেই প্রকল্পকে রেখেছেন শুধু নয়, ঘোষণা করেছেন কেন্দ্র যদি টাকা না দেয় , কেন্দ্র বঞ্চনা করে  রাজ্য নিজের পায়ে নিজে দাঁড়িয়ে চলবে। এমএলএ রা ১০ লাখ, এম পি – রা এক কোটি, জেলা পরিষদ তার কাজের ৫% দিয়ে আমরা এই জলের স্বপ্নের প্রকল্প ‘ জল স্বপ্নকে’ এগিয়ে নিয়ে যাব।

 

Amader Para Amader Samadhan  বেলডাঙায় ১০০ কোটির জল প্রকল্পের কাজ নিয়ে মন্ত্রী এদিন বলেন, ‘ মুখ্যমন্ত্রীকে কৃতজ্ঞতা জানাই। কেন্দ্র এক বছর টাকা আটকে রাখলেও প্রকল্পের কাজ আটকে যায়নি। যত শীঘ্র সম্ভব জল প্রকল্পের কাজ শেষ করব। কারণ জলই হচ্ছে জীবন। পানীয় জল সবচেয়ে গুরুত্বপূর্ণ। ‘